Suvendu Adhikari: ভোট মিটলেও আরও ৩ মাস থাকুক কেন্দ্রীয় বাহিনী, আর্জি শুভেন্দুর

লোকসভা ভোটের মুখে এবার বড় মন্তব্য করলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ সোমবার পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। তিনি পুলিশ পর্যবেক্ষককে…

লোকসভা ভোটের মুখে এবার বড় মন্তব্য করলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। আজ সোমবার পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে সাক্ষাৎ করেন শুভেন্দু অধিকারী। তিনি পুলিশ পর্যবেক্ষককে অবাধ শান্তিপূর্ণ ভোটের ব্যবস্থা করার আর্জি জানিয়েছেন।

Advertisements

এদিন রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে নালিশ জানান শুভেন্দু। তিনি বলেন, “আমি পশ্চিমবঙ্গের রাজ্যপাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব এবং পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিবের কাছে একটি চিঠি জমা দেব যে আদর্শ আচরণবিধি শেষ হওয়ার পরেও কেন্দ্রীয় বাহিনীকে আগামী তিন মাস যেন এখানে থাকতে দেওয়া হয়। কারণ অভিজ্ঞতা তো ভালো নয়। এখানে ভোট পরবর্তী হিংসার ঘটনা ভয়াবহ ছিল, সেই কারণেই আমাদের খুব সরল দাবি যে সংবিধান ও গণতন্ত্রের বৃহত্তর স্বার্থে সাধারণ মানুষ ও ভোটারদের বাঁচাতে কেন্দ্রীয় বাহিনী এখানে থাকুক।”

   

বিশেষ পুলিশ পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, “এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল এবং আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন করেছি, বিশেষত হাইকোর্টের ভোট পরবর্তী হিংসার আদেশ, জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট এবং ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতা।”