মমতা সরকারের চাপ বাড়িয়ে বিরাট উদ্যোগ শুভেন্দুর, অভিযোগ জানাতে পারবেন মানুষ

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের চাপ বাড়িয়ে বিরাট উদ্যোগ নিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। লোকসভা ও বিধানসভা উপনির্বাচনে বাংলায় ভরাডুবির পর বারবার শিরোনামে উঠে আসছেন শুভেন্দু অধিকারী। দুদিন আগেই হাইকোর্টের অনুমতি নিয়ে এবং সরকারকে অস্বস্তিতে ফেলে রাজভবনের সামনে ধর্না অভিযানে বসেন শুভেন্দু। তবে এবার তিনি আস্ত একটা পোর্টাল খুলে ফেললেন।

এখন নিশ্চয়ই ভাবছেন এই পোর্টালের কাজ কী? মূলত ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে আজ থেকে ধর্নায় বসেছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। এই ধর্নামঞ্চে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তরাও সামিল হন। তবে এবার ২৪-এর ভোটে যারা ভোটদান করতে পারেননি তাদের জন্য বিশেষ উদ্যোগ নিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক। নিজেই সেই কথা এক্স হ্যান্ডেলে জানালেন ২১-এর বিধানসভা ভোটের অন্যতম কারিগর।

   

তিনি লিখলেন, ‘প্রতিশ্রুতি মতো আমি একটি পোর্টাল চালু করেছি যেখানে প্রকৃত ভোটাররা তাদের নাম নথিভুক্ত করতে পারবেন, যাদের ২০২৪ সালের লোকসভা নির্বাচন এবং সদ্য সমাপ্ত বিধানসভা উপনির্বাচনে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হয়নি। যাঁরা ভোট দিতে পারবেন না, তাঁরা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। ভয় নেই, পূর্ণ গোপনীয়তা নিশ্চিত করা হবে। লিঙ্ক হল https://savedemocracywb.com ।’

শুভেন্দু অধিকারীর দাবি, ১০ জুলাইয়ের বিধানসভা উপনির্বাচনে হাজার হাজার ভোটারকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছিল। শুভেন্দু অধিকারী এক্স-এ জানিয়েছেন, সম্পূর্ণ গোপনীয়তার আশ্বাস দিয়ে এই ভোটারদের নাম নথিভুক্ত করার অনুমতি দেওয়া হয়েছে। রাজভবনের বাইরে এক বিক্ষোভে শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, ভোটের সময় ভয়ভীতি দেখানোর অভিযোগ ফাঁস করতে ভোটাধিকার থেকে বঞ্চিত ১০০ জন ভোটারকে একত্রিত করার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ বিজেপির এই দাবিকে নির্বাচনে পরাজয়ের হতাশা বলে উড়িয়ে দিয়েছেন। 

 

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন