‘আমার পাড়া, তৃণমূল তাড়া’, শাসকদলকে বিঁধে নয়া স্লোগান শুভেন্দুর

Suvendu Adhikari slams TMC

কলকাতা: দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে পুলিশি অনুমতি ছাড়াই অনুষ্ঠিত হল বিজেপির ‘বিজয় সংকল্প সভা’। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসকে একাধিক ইস্যুতে তীব্র আক্রমণ করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভা মঞ্চ থেকেই সংখ্যালঘু সমাজ, বিশেষত ভারতীয় মুসলমানদের উদ্দেশে বার্তা দিলেন তিনি। পাশাপাশি রাজ্য সরকারের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পকে কটাক্ষ করে নতুন স্লোগান দিলেন, “আমার পাড়া, তৃণমূল তাড়া।”

Advertisements

মুসলিমদের উদ্দেশে বার্তা

শনিবার গঙ্গারামপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী। প্রথমে বক্তব্য রাখেন সুকান্ত, যিনি ভারতীয় মুসলিমদের উদ্দেশে বলেন, “ভারতীয় মুসলিমরা এখানে ছিলেন, আছেন এবং আগামিদিনেও থাকবেন।” এরপর বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দুও এই প্রসঙ্গেই বক্তব্য প্রসারিত করেন।

বিরোধী দলনেতা বলেন, “ভারতীয় মুসলমানদের নিয়ে আমাদের কোনও সমস্যা নেই। কিন্তু আমি বক্তৃতা করতে উঠলেই কেউ কেউ ধরে নেন, আমি নিশ্চয়ই তাদের বিরুদ্ধে বলব। আমি কখনও বলিনি যে মুসলিম ভোট চাই না। আমি শুধু ধ্রুব সত্য বলি, আমরা মুসলিম ভোট পাই না। নরেন্দ্র মোদী জাত, ধর্ম, ভোটব্যাঙ্ক না দেখে ভারতবাসীর জন্য কাজ করেছেন। কিন্তু আমরা যখন আপনাদের পাড়ায় যাই, তখন বলেন, এটা তো ‘জয় শ্রীরামের পার্টি’। হিন্দুদের পার্টি। তাই ঢুকতে দেব না, ভোট দিতে দেব না— এই মানসিকতাই সমস্যা।”

অভিবাসন ইস্যুতে সরব

এরপর রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অভিবাসন ইস্যুতে সরব হন শুভেন্দু। তাঁর অভিযোগ, “পশ্চিমবঙ্গে যারা অরাজকতা ছড়াচ্ছে, তারা ভারতীয় মুসলিম নয়। এরা বাংলাদেশি মুসলমান ও রোহিঙ্গা, যারা কাঁটাতারহীন সীমান্ত দিয়ে ঢুকছে।”

Advertisements

দক্ষিণ দিনাজপুরের জনবিন্যাসও বদলে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন তিনি। তৃণমূল সরকারকে সরানোর ডাক দিয়ে বলেন, “এই সরকারকে উপড়ে ফেলতে হবে, না হলে পশ্চিমবঙ্গ থাকবে না।”

“ছোট গ্যারান্টার”

রাজ্যের বিভিন্ন প্রান্তে ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনা নিয়েও তৃণমূলকে নিশানা করেন বিরোধী দলনেতা। নিজেকে “ছোট গ্যারান্টার” বলে উল্লেখ করে শুভেন্দু ঘোষণা করেন, “ছাব্বিশের বিজেপি সরকার গঠনের পর ডিসেম্বরে এখানে মেডিক্যাল কলেজের শিলান্যাস ও কাজ শুরু হবে।”

দক্ষিণ দিনাজপুরের সবকটি ছয় বিধানসভা আসনে বিজেপি প্রার্থীদের জেতানোর আহ্বান জানান তিনি। রাজ্যের শাসকদলের ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচিকে আক্রমণ করে শুভেন্দু বলেন, “আমার পাড়া, তৃণমূল তাড়া।”