শুভেন্দুর উপর কড়া নজর! প্রতি ঘণ্টার রিপোর্ট যাবে শাহী দফতরে

কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা চালাতে পারে বাংলাদেশের জঙ্গিগোষ্ঠী৷ ওপার বাংলায় অশান্তির আবহে কেন্দ্রীয় গোয়েন্দারা রিপোর্ট দিতেই ঢেলে সাজানো হল তাঁর নিরাপত্তা।…

shuvendu adhikari

কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উপর হামলা চালাতে পারে বাংলাদেশের জঙ্গিগোষ্ঠী৷ ওপার বাংলায় অশান্তির আবহে কেন্দ্রীয় গোয়েন্দারা রিপোর্ট দিতেই ঢেলে সাজানো হল তাঁর নিরাপত্তা। রিপোর্টে বলা হয়েছে, জঙ্গিদের নিশানায় রয়েছেন শুভেন্দু অধিকারী৷ যে কোনও সময় হামলা হতে পারে৷ সেই রিপোর্ট হাতে আসতেই পদক্ষেপ করা হল৷ বাড়ানো হয় শুভেন্দুর নিরাপত্তা৷ এই আশঙ্কার কথা জানিয়ে সতর্ক করা হয়েছে রাজ‌্য পুলিশকেও৷  (Suvendu Adhikari security threat)

সুকান্ত মজুমদারের বক্তব্য Suvendu Adhikari security threat

এ প্রসঙ্গে বিজেপির রাজ‌্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, রাজ‌্য পুলিশকে আরও তৎপর হতে হবে। অন্যদিকে তৃণমূলের বক্তব‌্য, কেন্দ্রীয় সরকারের ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে বিরোধী দলনেতার৷ হামলা হলে প্রশ্নের মুখে পড়তে হবে  কেন্দ্রের সরকারকেই৷ 

‘ডি জোন’ Suvendu Adhikari security threat

গোয়ান্দা রিপোর্ট প্রকাশ্যে আসতেই, নড়ে চড়ে বসেছে কেন্দ্র৷ শুভেন্দুর নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক সভায় ‘ডি জোন’ রাখার কথা বলা হয়েছে। অর্থাৎ শুভেন্দুর আশপাশে বেশ কিছুটা অংশ ফাঁকা রাখতে হবে। সব সময়ের জন্য বিরোধী দলনেতার উপর নজর রাখবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। সভা বা কোনও মিছিল-মিটিং হলেই হাতে শিল্ড এবং আগ্নেয়াস্ত্র নিয়ে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীরা। সভা শেষে মঞ্চ থেকে নেমে সোজা চলে যাবেন শুভেন্দু। সেখানে উপস্থিত সংবাদমাধ্যমের প্রশ্নের কোনও উত্তরই দেবেন না তিনি।  স্টেজের নীচে নেমে আর কথা নয়৷

২২ জন সশস্ত্র বাহিনী Suvendu Adhikari security threat

 জানা যাচ্ছে, শুভেন্দু যে রাস্তায় থাকবে সেখানেও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হবে৷ তাঁর কনভয়ে ২২ জন সশস্ত্র বাহিনী চারিদিকে নজর রাখবেন৷ শুভেন্দুর কনভয় যখন কোনও সিগন্যালে দাঁড়াবে, তখন পিছনে এবং দু’ পাশে শুভেন্দুর গাড়ি ঘিরে রাখবে সিকিউরিটি গাড়ি। প্রয়োজনে স্পর্শকাতর এলাকায় বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করা হবে।

পাশাপাশি নন্দীগ্রামের বিধায়কের জন্য ফের মহিলা নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হবে বলেও খবর মিলেছে। বলা হয়েছে, কোনও ব্যক্তি যদি শুভেন্দুর সঙ্গে সেলফি তুলতে চান, তাহলে সবার আগে ওই ব্যক্তির তল্লাশি নেওয়া হবে। তার পরেই মিলবে অনুমতি। বিরোধী দলনেতা কোথায় যাচ্ছেন, কী করছেন, তার প্রতিটি কর্মসূচি এবং তাঁর গতিবিধি ঘণ্টায় ঘণ্টায় আপডেট দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রককে। আগে ১২ ঘণ্টা অন্তর এই খবর পাঠাতে হত। 

Advertisements

West Bengal: Bangladeshi militants threaten West Bengal opposition leader Suvendu Adhikari. Security tightened following intelligence reports. Central agencies warn of potential attacks. Special measures implemented for his safety during public events.