নন্দীগ্রামে নেতাজি জন্মদিনে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামাতঙ্কে ভুগছেন! এমনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’কে নজির ভাবে আক্রমণ করলেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামাতঙ্কে ভুগছেন, যেমন মানুষ জলাতঙ্ক রোগে ভুগেন, তেমনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রামাতঙ্কে ভুগছেন! মঙ্গলবার সকালে নন্দীগ্রাম -২ ব্লকের নেতাজির ১২৭ তম জন্মদিনে উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও একাধিক বিজেপির কার্যকর্তা থেকে নেতৃত্বরা।
এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন ” আমরা ছুটি চায়নি। রামমন্দিরের প্রান প্রতিষ্ঠার বিশেষ মুহুর্তে যাতে বাংলার হিন্দু সনাতনীরা তাদের পরিবারের সাথে থাকতে পারে এবং বিশেষ মুহুর্তের স্বাক্ষী থাকতে পারেন। তার জন্য অনেকেই চেয়েছিলেন ২.৩০ টার পর অফিস করতে। সেই মতো আবেদন করা হয়ে ছিল। কিন্তু সেই দাবি মান্যতা দেওয়া হয়নি। কারন উনি রামাতঙ্কে ভুগছেন “।
আরও বলেন ” নেতাজিকে যদি কেউ সম্মান দেন, তিনি আর কেউ নন তিনি হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারন তিনি উদ্যোগ নিয়ে মূর্তি স্থাপন থেকে শুরু করে নেতাজির ফাইল সামনে আনার বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহন করেছেন। নেতাজি প্রধানমন্ত্রী হতো, তাহলো ভারত দিখণ্ড হতো না। অখণ্ড ভারত হয়ে থাকতো। আমরা নেতাজির আদর্শকে মান্যতা দিয়ে থাকি। তাই তাকে স্মরণ করে থাকি, তার দেখানো পথ অবলম্বন করে থাকি “।
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’কে চোর বলে কটাক্ষ করেন। তিনি বলেন ” চোর তো জনগণ বানিয়ে দিয়েছে! শুধু মাএ জেলে যাওয়া বাকী আছে! চোর মমতা’কে জেলে দেখতে চায় “।