Suvendu Adhikari: কয়েক মাসের মধ্যেই বাংলায় বিধানসভা ভোট, তারিখ বলে দিলেন শুভেন্দু!

Suvendu Adhikari donated increased salary to the DA activists of West bengal, বেতনের টাকা ডিএ আন্দোলনকারীদের দান করলেন শুভেন্দু

আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরেই বাংলায় হতে চলেছে বিধানসভা ভোট। অর্থাৎ, ২০২৬ এর বদলে পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হবে ২০২৪-এই। আজ, সোমবার তেমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। দেশজুড়ে চলছে লোকসভা ভোট। দু’দফার ভোট ইতিমধ্যেই শেষ হয়েছে। আগামী কাল, মঙ্গলবার তৃতীয় দফার ভোট। আর এই লোকসভা ভোটের মধ্যেই বাংলায় বিধানসভা ভোটের দামামা বাজিয়ে দিলেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু।

Advertisements

মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের সমর্থনে আজ, সোমবার জনসভা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে শুভেন্দু বলেন, এই রাজ্যের নির্বাচনে, এই লোকসভা নির্বাচনে আপনাদের ঠিক করতে হবে আপনারা কার পক্ষে? চোরেদের পক্ষে না চোরেদের যারা জেলে পুরেছে তাদের পক্ষে? সন্দেশখালিতে যারা বছরের পর মহিলাদের অত্যাচার করেছে, পার্টি অফিসে তুলে গিয়ে পিঠে বানাবোর কথা বলেছে, তাদের পক্ষে না যারা রেখা পাত্রকে প্রার্থীকে করেছে, তাদের পক্ষে?

   

এরপরই বিধানসভা ভোট নিয়ে বিরাট মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ১৯৫৬ ভোটে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছি। আপনারা যদি মথুরাপুর উপহার দেন, কথা দিচ্ছি, ২০২৬-এ নয়, ২০২৪-এই বাংলায় বিধানসভা ভোট করব। ভাইপোকে জেলে পুরব আর মমতা ব্যানার্জিকে প্রাক্তন করব, আবার বলছি, ভাইপোকে জেলে পুরব আর মমতা ব্যানার্জিকে প্রাক্তন করব। আপনারা শুধু ভারতীয় জনতা পার্টিকে মথুরাপুর উপহার দিন।

Advertisements

আগামী ১ জুন, সপ্তম দফায় মথুরাপুর লোকসভা কেন্দ্রে নির্বাচন। প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল এবং ২৬ এপ্রিল, দু’দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।