HomeBharatবাংলাদেশে জটিলতা! শাহি দরবারে কী বললেন শুভেন্দু?

বাংলাদেশে জটিলতা! শাহি দরবারে কী বললেন শুভেন্দু?

- Advertisement -

মঙ্গলবার দিল্লি উড়ে গিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিন্তু হঠাৎ কেন তাঁর বাংলাদেশ সফর? এই প্রশ্নই সকাল থেকে ঘুরপাক খাচ্ছিল রাজনৈতিক মহলে। অনেক রাজনৈতিক মহলের মতে তিনি কি বাংলাদেশের পরিস্থিতি নিয়ে অমিত শাহকে আগাম সতর্ক করতে গিয়েছেন নাকি তাঁর এই সফর স্রেফ রাজনৈতিক? যদিও অমিত শাহ একা নয়, তিনি জে পি নাড্ডার সঙ্গেও দেখা করেন বলে জানা গিয়েছে।

বাংলাদেশে কোটা আন্দোলনের মুখ, হাসিনার পতনের অগ্রদূত, কে এই নাহিদ ইসলাম?

   

বিজেপির দুই হেভিওয়েটের সঙ্গে দেখা করার পরে তিনি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, ‘মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষর সঙ্গে নির্বাচনের পর দেখা হয়নি। ফোনে কথা হয়েছিল। উনি আমাকে কিছু কাজ দিয়েছিলেন। সেটা নিয়ে কথা হয়েছে।” শুভেন্দু এও বলেছেন, “অমিত শাহর সঙ্গে কাল ফোন করে সময় চেয়েছিলাম। প্রায় চল্লিশ মিনিট কথা হয়েছে। দুটি বিষয় তাঁকে জানিয়েছি।’

হাসিনা পালাতেই খালেদা জিয়া মুক্ত, জামাত নিয়ন্ত্রিত ‘ভারত বিদ্বেষী’ সরকারকে মোদীর ‘সমর্থন’?

এখানেই শেষ নয়, তিনি আরও জানিয়েছেন যে ‘অমিত শাহ যেহেতু সিকিউরিটি কাউন্সিলের সদস্য, আমি তাঁর কাছে অনুরোধ করেছি যাতে বাংলাদেশের হিন্দু এবং হিন্দু মন্দিরের যেন আর কোনও ক্ষতি না হয়, সেটা দেখতে। আমি অনেক উদ্বেগ নিয়ে এসেছিলাম। স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে আশ্বস্ত করেছেন, প্রধানমন্ত্রী এ বিষয়টি দেখছেন।’ কালকেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিধানসভার বাইরে তিনি জানিয়েছিলেন, ‘ এক কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে। আপনারা তৈরি থাকুন। আমি তো তৈরি আছি। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে বলব, কেন্দ্রের সঙ্গে কথা বলুন।’

- Advertisement -
Business Desk
Business Desk
Stay informed about the latest business news and updates from Kolkata and West Bengal on Kolkata 24×7
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular