Suvendu Adhikari: ‘অস্ত্র-মাদক বাড়িতে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল’, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু

নিজের (Suvendu Adhikari) ভাড়াবাড়িতে পুলিশি তল্লাশি নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, আইপ্যাকের লোক নিয়ে পুলিশ ঢুকেছিল আমার কার্যালয়ে।…

suvendu adhikari claims nandigram ps ic had meeting with murderers, খুনিদের সঙ্গে আইসি-র মিটিং! নন্দীগ্রাম থানায় দাঁড়িয়ে তুলকালাম অভিযোগ শুভেন্দুর

নিজের (Suvendu Adhikari) ভাড়াবাড়িতে পুলিশি তল্লাশি নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেন, আইপ্যাকের লোক নিয়ে পুলিশ ঢুকেছিল আমার কার্যালয়ে। অস্ত্র-মাদক বাড়িতে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল।

রাজ্য পুলিশকে আক্রমণ করে শুভেন্দু বলেন, আমার হাইকোর্ট থেকে বিশেষ ‘রক্ষাকবচ’ নেওয়া আছে। এভাবে আমার অফিসে তল্লাশি চালানো যায় না। হাইকোর্ট থেকে বিশেষ অনুমোদন নিতে হয়। এর আগেও ভাইপোর নির্দেশে আমার বাবা-মাকে হেনস্থা করা হয়েছিল বলে দাবি করেন নন্দীগ্রামের বিধায়ক।

   

আজ, মঙ্গলবার সন্ধ্যায় নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কোলাঘাটের ভাড়াবাড়িতে হানা দেয় রাজ্য পুলিশের একটি বিশাল টিম। বাড়িতে ঢোকার সময় পুলিশের সঙ্গে হাতাহাতিও হয় বিজেপি কর্মীদের।

Breaking News: কোলাঘাটে শুভেন্দুর অফিসে রাজ্য পুলিশের হানা

পুলিশের দাবি, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই ওখানে যাওয়া হয়েছিল। এক দুষ্কৃতীর খোঁজে ওখানে গিয়েছিল পুলিশ। এই রেডের ঘটনায় তীব্র ক্ষোভপ্রকাশ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই তল্লাশির প্রতিবাদে কোলাঘাট থানা ঘেরাও করেন বিজেপির কর্মী-সমর্থকরা। 

এদিন সকাল থেকেই খবরে আছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে শুভেন্দুর কনভয় লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান দেয় তৃণমূলের কর্মীরা। তবে এবার আর গাড়ি থেকে নামেননি নন্দীগ্রামের বিধায়ক। দ্রুত এলাকা ছাড়ে শুভেন্দুর কনভয়।

তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে আজ, মঙ্গলবার নন্দীগ্রামে জনসংযোগ যাত্রায় যোগ দিতে যাচ্ছিলেন শুভেন্দু। সামসাবাদে তাঁর উদ্দেশ্যে ‘চোর-চোর’ স্লোগান তোলেন তৃণমূল কর্মীরা। এই প্রসঙ্গে শুভেন্দু বলেন, হাতি বাজারে চললে পেছনে অনেকেই চিৎকার করবে!

Abhijit Ganguly: ‘সেন্সর’ নির্দেশে মানহানি, কমিশনের বিরুদ্ধে আদালতে যাওয়ার ভাবনায় অভিজিৎ

এদিন বিকেলে কেশপুরের বিক্ষোভের মুখে পড়েন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। জনসভা করতে যাওয়ার পথে বেশ কয়েকজন তাঁর পথ আটকে দাঁড়ায়। গাড়ি দাঁড় করিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। গাড়ি থেকে নেমে বিক্ষোভকারীদের দিকে তেড়ে যান শুভেন্দু। পুলিশকেও হুমকি দেন তিনি।

সেখানে উপস্থিত পুলিশ কর্মীদের উদ্দেশ্যে শুভেন্দু এক রাশ বিরক্তির সুরে বলেন, যখন মারছিল আপনি ছিলেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন। সাধারণ মানুষের করের টাকায় বেতন পান, লজ্জা লাগে না! একটা কারও গাড়িতে যদি ঢিল পড়ে, দফারফা করে দিয়ে চলে যাব।

তিনি আরও বলেন, জেনে রাখো ভোট হবে। আমাকে ওসব ধমকে লাভ নেই। তাঁর গাড়ির পিছনে যাওয়া এক বিজেপি সমর্থককে মারধর করা হয়েছে বলেও অভিযোগ বিরোধী দলনেতার।

Suvendu Adhikari: শুভেন্দুর কনভয় লক্ষ্য করে ‘চোর-চোর’ স্লোগান, কী করলেন বিরোধী দলনেতা?

এদিন সভা শেষে ফেরার পথে গাড়ি থামিয়ে পুলিশকর্মীদের উদ্দেশ্যে হুঙ্কার দেন তিনি। কেশপুর থানার ওসির উদ্দেশে কড়া বার্তা দিয়ে শুভেন্দু বলেন, ধৃতিমানের বদলি হয়েছে। ওসি কেশপুরেরও বদলি হবে। ওসি কেশপুরকে বলে গেলাম…অনেক বাড় বেড়েছে আপনার।