Suvendu Adhikari: দলবদল? বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শুভেন্দু

Suvendu Adhikari কেন শুভেম্দুর বিজেপির গ্রুপ ত্যাগ। নীরব বিরোধী দলনেতা। দলত্যাগ করতে পারেন এমন জল্পনা বাড়ছে। Advertisements উপনির্বাচনে পরপর পরাজয়। বিজেপির দিশেহারা পরিস্থিতি। শোনা যাচ্ছে…

Suvendu adhikari

Suvendu Adhikari কেন শুভেম্দুর বিজেপির গ্রুপ ত্যাগ। নীরব বিরোধী দলনেতা। দলত্যাগ করতে পারেন এমন জল্পনা বাড়ছে।

Advertisements

উপনির্বাচনে পরপর পরাজয়। বিজেপির দিশেহারা পরিস্থিতি। শোনা যাচ্ছে এক ডজন বিধায়ক দলত্যাগে প্রস্তুত। তারা সবাই তৃণমুল কংগ্রেসে ঢুকছেন বলেই রাজ্য সরগরম। বঙ্গ বিজেপির অভ্যন্তরে নেতাদের পারস্পরিক কোন্দল তীব্র। বিধায়ক নেতাদের বিভিন্ন সাংগঠনিক পদত্যাগ চলছে। এর মধ্যে খোদ বিরোধী দলনেতা শুভেন্দুু অধিকারী বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করায় রাজনৈতিক আলোড়ন পড়ল। 

   

আগেই টিএমসি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের একটি ব্যাঙ্গাত্মক গান ও সংবাদ মাধ্যমের মন্তব্যের জেরে তীব্র গুঞ্জন ছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিজেপি ত্যাগ করতে চলেছেন। সেই গানে ল্যাণ বন্দ্যোপাধ্যায় তাঁর মন্তব্যে শুভেন্দু অধিকারীকে ভাই বলে ডেকেছেন। তাঁকে ফিরে আসার বার্তা দিয়েছেন। এর পরেই গুঞ্জন শুভেন্দুবাবুর দলত্যাগ নিয়ে ছড়াতে শুরু করেছে। তবে শুভেন্দুবাবু নিরুত্তর ছিলেন।

বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দাবি, দলে এমন অনেকেই আছে যারা চায় না রাজ্যে বিজেপির শক্তি বাড়ুক। তাদের তাড়ানোর প্রক্রিয়া শুরু হবে বলেই তিনি ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি দিলীপ ঘোষ ও বর্তমান বঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের মধ্যে মন কষাকষি তীব্র। পরস্পরকে বাক্য বাণে হামলা করছেন দুজনই। এসবের মধ্যে শুভেন্দুু ছিলেন প্রায় নীরব। 

 

বিজেপি রাজ্যে সরকার দখল করতে না পারায় বিধানসভা নির্বাচনের পর দলত্যাগের হিড়িক লেগেছে বিরোধী দলে। সম্প্রতি দলত্যাগ করেন রাজীব বন্দ্যোপাধ্যায়।আবার তৃণমূলে ফিরেছেন। রাজীব বলেছেন, বিজেপি দলটাই সাইনবোর্ড হয়ে যাবে। বিজেপি ত্যাগ করা বাবুল সুপ্রিয় এখন টিএমসি বিধায়ক। তিনিও বিজেপি শূন্য হবে বলেছেন। প্রবীণ বিজেপি নেতা তথাগত রায় বলেছেন বঙ্গে বিজেপির আশা নেই আর।