Suvendu Adhikari: হাইকোর্টের নির্দেশে বাঁকুড়ায় সভা করার অনুমতি পেল শুভেন্দু

বাঁকুড়ার শিমলাপালে বিজেপির মিছিল ও সভা করার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। সভায় থাকার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। সিআরপিএফ-এর ব্যবস্থা করতে হবে, জানিয়েছেন বিচারপতি।

BJP leader Suvendu Adhikari

বাঁকুড়ার শিমলাপালে বিজেপির মিছিল ও সভা করার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। সভায় থাকার কথা রয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। সিআরপিএফ-এর ব্যবস্থা করতে হবে, জানিয়েছেন বিচারপতি।

প্রসঙ্গত ১৭ মে বাঁকুড়ার সিমলাপাল রাজবাড়ি মাঠে সভা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সভার প্রাথমিক পর্যায়ের প্রস্তুতিও সেরে ফেলেছিল বিজেপি।

কিন্তু পুলিশ বাঁকুড়ায় বিজেপির সভার অনুমতি দেননি। শুনানিতে রাজ্যের তরফে জানানো হয়, ১৭ মে সেখানে কিছু উত্‍সব অনুষ্ঠান রয়েছে। তাই ওই দিন সভা বা মিছিল করতে দেওয়া যাবে না। বিচারপতি জানিয়ে দেন, বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সভা ও মিছিল হবে।

স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে অভিযোগ করা হয়, শুভেন্দু অধিকারী সভা করবেন বলেই তাতে অনুমতি দেওয়া হচ্ছে না। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বিরোধী দলনেতা। হাইকোর্ট সভার অনুমতি পেয়েছেন তিনি।

উল্লেখ্য, এই ধরনের মামলার প্রেক্ষিতে এদিন একই সঙ্গে বিচারপতি বলেন, “আগামী দিনে আবেদনকারীদের অনুষ্ঠানের অন্তত ১৫ দিন আগে আবেদন করতে হবে। তার চার দিনের মধ্যে পুলিশ সেই আবেদন নিয়ে তাদের মতামত জানাবে।”