কলকাতা: অযোগ্যদের তালিকা প্রকাশের পর এবার যোগ্যদের চাকরি রক্ষার প্রশ্নে চাপ বাড়াল বিরোধী দল। সোমবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানালেন—৪ সেপ্টেম্বর, অধিবেশনের শেষ দিনে তিনি একটি নির্দিষ্ট প্রস্তাব আনবেন। তাঁর দাবি, রাজ্য সরকার যেন যোগ্য প্রার্থীদের তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়।
যোগ্যদের চাকরি রক্ষার পদক্ষেপের দাবি
শুভেন্দুর কথায়, “অযোগ্যদের নাম ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। এবার রাজ্য সরকার যোগ্যদের চাকরি রক্ষার পদক্ষেপ নিক। যদি বিধানসভা থেকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়, তবে সেটি হবে এক ঐতিহাসিক নজির, রাজনীতির ঊর্ধ্বে উঠে যোগ্যদের পাশে দাঁড়ানো।” বিরোধী নেতার হাতে এদিন একটি অনুরোধপত্র তুলে দেন চাকরি হারানো যোগ্য শিক্ষক–শিক্ষিকাদের প্রতিনিধি দল। তাঁদের সামনেই শুভেন্দু প্রতিশ্রুতি দেন, বিরোধী পক্ষ থেকে স্পিকারকে চিঠি দেওয়া হবে, মুখ্যসচিব মনোজ পন্থকেও আলাদা চিঠি লেখা হবে।
তিনি জানান, “সুপ্রিম কোর্টের নির্দেশে ইতিমধ্যেই ১,৮০৬ জন অযোগ্যর চাকরি বাতিল হয়েছে। কিন্তু বাকিরা তো যোগ্য। তাঁদের চাকরি বহাল রাখা হোক। এই প্রস্তাব শঙ্কর ঘোষ স্পিকারের কাছে জমা দেবেন। ৪ তারিখ বিকেলেই হাউসে বিষয়টি তোলা হবে।”
এসএসসির প্রকাশিত তালিকা suvendu adhikari for eligible teachers
সুপ্রিম কোর্টের নির্দেশে গত শনিবার রাতেই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয় অযোগ্য প্রার্থীদের তালিকা। প্রথমে ১,৮০৪ জনের নাম প্রকাশিত হলেও, রবিবার আরও দু’জনের নাম যুক্ত হয়। এর আগে একটি খসড়া তালিকা তৈরি হলেও সেটি প্রত্যাহার করে কমিশন।
সামনে নতুন পরীক্ষা, বাড়ছে উদ্বেগ
এসএসসি জানিয়েছে, আগামী ৭ ও ১৪ সেপ্টেম্বর শিক্ষক নিয়োগের নতুন পরীক্ষা নেওয়া হবে। আদালত সাফ জানিয়ে দিয়েছে—অযোগ্য প্রার্থীরা পরীক্ষায় বসতে পারবেন না। তবে যোগ্য প্রার্থীদের আক্ষেপ, “এই তালিকা অনেক আগেই প্রকাশ করা যেত। আমরা তো এক দশক আগে পরীক্ষা দিয়েছি। এখন নতুন প্রজন্মের সঙ্গে প্রতিযোগিতায় নামা আমাদের কাছে ভীষণ কঠিন।”
সব চোখ এখন ৪ সেপ্টেম্বরের দিকে-বিধানসভায় বিরোধী দলের প্রস্তাব গৃহীত হলে যোগ্য শিক্ষকদের চাকরি রক্ষার লড়াইয়ে তৈরি হবে এক নতুন অধ্যায়।
West Bengal: West Bengal’s Opposition Leader Suvendu Adhikari announced a proposal to protect the jobs of qualified teachers affected by the SSC scam. He urged the state government to appeal to the Supreme Court with a list of eligible candidates.