BJP: বিজেমূল থেকে খাঁটি বিজেপি হচ্ছেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু

খাতায় কলমে রাজ্যে ফের কমল তৃণমূল সাংসদ সংখ্যা। জানা যাচ্ছে এবার বিজেপিতে সরাসরি যোগ দিতে চলেছেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি যদিও তার দলের…

BJP: বিজেমূল থেকে খাঁটি বিজেপি হচ্ছেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু

খাতায় কলমে রাজ্যে ফের কমল তৃণমূল সাংসদ সংখ্যা। জানা যাচ্ছে এবার বিজেপিতে সরাসরি যোগ দিতে চলেছেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি যদিও তার দলের সাথে আর সংযোগে নেই দীর্ঘ সময়। তবে লিখিত বয়ান দিয়ে দলও ছাড়েননি সরাসরি। ফলে তিনি ছিলেন ‘বিজেমুল’ তালিকায়। যেমন আছেন তার পিতা তথা আরও এক সাংসদ শিশির অধিকারী। এবার শিশির পুত্র দিব্যেন্দু সরাসরি ঢুকছেন বিজেপিতে। সোমবার কলকাতার অমিত শাহর উপস্থিতিতে তিনি যোগদান করবেন বলেই ঘনিষ্ঠ মহলে জানান।

বিজেপিতে যোগদান করতে চলেছেন তমলুকের তৃণমূল সাংসদ তথা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। মেচেদায় অমিত শাহের সভা আছে আর সেখানেই জল্পনা ক্রমাগত তুঙ্গে উঠছে। প্রায় ২ বছর ধরে দলের সঙ্গে কোনও সম্পর্ক নেই বললেই চলে, অনেক কটাক্ষ-চাপানৌতরও হয়েছে। গত ২২ জানুয়ারি রামের আরাধনা কর‌তে দেখা যায় সস্ত্রীক। বিজেপির আয়োজনে পুজো মণ্ডপে। সেখানেই রাজ্য, কেন্দ্রীয় এবং জেলাস্তরীয় বিজেপি নেতাদের সঙ্গে গেরুয়া বসন ধারণ করে তিনি বৈঠকও করেন। এই সমস্ত কিছুই জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে।

   

জানা যাচ্ছে খুব শীঘ্রই অমিত শাহের উপস্থিতিতেই বিজেপিতে যোগ দেবেন দিব্যেন্দু অধিকারী বলে মনে করা হচ্ছে। চলতি মাসে অমিত শাহের একটি সভা রয়েছে পূর্ব মেদিনীপুরের মেচেদাতে। অমিত শাহের হাত ধরে সাংসদ দিব্যেন্দু অধিকারী যোগদান করতে চলেছেন এমনটায় জানা যাচ্ছে। এমন জল্পনার পরই রাজনৈতিক মহলে একটি বড় চর্চার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ শুভেন্দু অধিকারীর সেজ ভাই দীর্ঘদিন ধরে দলের সঙ্গে কোনও যোগাযোগ নেই বলেই জানা যাচ্ছে। সমস্ত জল্পনার অবসান খুব শীঘ্রই হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

Advertisements

জল্পনা নিয়ে সংবাদমাধ্যমকে দিব্যেন্দু অধিকারী বলেন,”সবটাই সময় কথা বলবে।“ তিনি বলেন যে আমি এই মুহূর্তে কিছু বলব না, সময় কথা বলবে।

উল্লেখ্য, ভোটের মুখে ফের রাজ্যে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২৮ শে জানুয়ারি রবিবার রাতে রাজ্যে আসছেন। সোমবার সকালে মন্দিরে পুজো দেবেন এবং তারপর উত্তর ২৪ পরগনার বারাসতে বিজেপি কর্মীদের নিয়ে একটা সম্মেলন করবেন। বারাসতের পর মেচেদায় রয়েছে কর্মী সম্মেলন। কর্মী সম্মেলনের পর জনসভায় যোগ দেবেন অমিত শাহ। এরপর বিকেলে কলকাতা সায়েন্স সিটি অডিটোরিয়ামে নাগরিক সম্মেলনে যোগ দেবে।