Suvendu Adhikari: ‘ঠগী পিসির দল ৫টা আসনও পাবে না,’ ভবিষ্যৎবাণী শুভেন্দুর

তৃতীয় দফার লোকসভা ভোটের মুখে ফের একবার তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুর্শিদাবাদের জলঙ্গির প্রচার সভা থেকে তৃণমূলকে ফের নজিরবিহীন…

suvendu Suvendu Adhikari: 'ঠগী পিসির দল ৫টা আসনও পাবে না,' ভবিষ্যৎবাণী শুভেন্দুর

তৃতীয় দফার লোকসভা ভোটের মুখে ফের একবার তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুর্শিদাবাদের জলঙ্গির প্রচার সভা থেকে তৃণমূলকে ফের নজিরবিহীন ভাষায় আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী।

আজ নতুন করে শুভেন্দুর নিশানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জঙ্গিপুর থেকে তিনি বলেন, ‘ঠগী পিসির দল সারা দেশে ৪৫টি আসনে প্রার্থী দিয়েছে। এর মধ্যে ৫টাও পাবে না, মাফলার জেলে গেছেন এবার হাওয়াই চটির পালা। তৃণমূল একটা কোম্পানি, মালিকের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, এমডি তোলাবাজ ভাইপো।’

   

এদিকে সন্দেশখালি নিয়ে ভিডিও প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘সন্দেশখালি নিয়ে কাঁচা স্ক্রিপ্ট তৃণমূলের। আসলে শনিবার শাসক দলের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয়েছে, এই ফুটেজ প্রমাণ করে যে সন্দেশখালির ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে। এরপরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বলেন, “আমি দীর্ঘদিন ধরেই বলে আসছিলাম যে বিজেপি সন্দেশখালির ঘটনা ঘটিয়ে বাংলার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। স্টিং অপারেশনে ‘বাংলা-বিরোধি’দের আসল চেহারা উন্মোচিত হয়েছে, তারা আমার মা-বোনদের আবেগকে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল। ১৩ মে রানাঘাটের মানুষ বাংলা-বিরোধিদের বাংলা থেকে বিতাড়িত করা সুনিশ্চিত করবে।”

ওই ভিডিওতে নিজেকে উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালির বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলে দাবি করা এক ব্যক্তিকে বলতে শোনা যায়, গোটা ষড়যন্ত্রের পিছনে রয়েছেন শুভেন্দু অধিকারী। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, এই স্টিং ভিডিওর কোনও প্রভাব পশ্চিমবঙ্গের লোকসভা নির্বাচনে পড়বে না।