HomeWest Bengalপশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় মমতা জড়িত কিনা দেখার দরকার রেলের: শুভেন্দু

পশ্চিমবঙ্গে ট্রেন দুর্ঘটনায় মমতা জড়িত কিনা দেখার দরকার রেলের: শুভেন্দু

ওন্দায় ট্রেন দুর্ঘটনার পর বিরোধী দলনেতার বিস্ফোরক দাবির পর শোরগোল। প্রশ্ন উঠছে জ্ঞানেশ্বরী দুর্ঘটনা নিয়েও। তখন শুভেন্দু ছিলেন মমতার ঘনিষ্ঠ।

- Advertisement -

বাঁকুড়ার ওন্দাতে ট্রেন দুর্ঘটনা ইসুতেও তৃণমূলকে জড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবিতে তীব্র শোরগোল।

পঞ্চায়েত ভোট প্রচারে শুভেন্দু অধিকারী বলেন, ট্রেন দুর্ঘটনা বিভিন্ন টেকনিক্যাল কারণে হতে পারে। ভালো খবর যে, কারোর কোনও শারীরিক ক্ষতি হয়নি। রেল বিষয়টা দেখবে। তবে ভারতের অন্য কোথাও এগুলো হচ্ছে না, আর পশ্চিমবঙ্গে কেনও এগুলো হচ্ছে? এটা রেলের বিশেষ করে তদন্ত করে দেখা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় ও তার লোকেরা এর সঙ্গে যুক্ত কিনা সেটা তদন্ত হওয়া দরকার আছে।”

   

ওন্দায় ট্রেন দুর্ঘটনার পর বিরোধী দলনেতার বিস্ফোরক দাবির পর শোরগোল। প্রশ্ন উঠছে জ্ঞানেশ্বরী দুর্ঘটনা নিয়েও। তখন শুভেন্দু ছিলেন মমতার ঘনিষ্ঠ।

জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার অন্তর্গত ভীমপুর থেকে পিড়াকাটা পর্যন্ত বিজেপি প্রার্থীদের নিয়ে টোটো মিছিল শুরু করার পর ভীমপুর থেকে কিছুটা পায়ে হেঁটে পরে টোটোতে করে এই যাত্রাতে অংশ নেন শুভেন্দু অধিকারী।

পদযাত্রা শেষে সাংবাদিকদের সামনে সিপিআইএম, তৃণমূল, কংগ্রেস সবাইকে আক্রমণ করেন শুভেন্দু। তিনি বলেন-“তৃণমূল মানে চোর, চোরেদের সঙ্গ দিচ্ছে সিপিআইএম ও কংগ্রেস। পাটনাতে যা করেছে দিল্লিতে মোদীজি না থাকলে সমস্ত দুর্নীতির তদন্ত বন্ধ করবে ওরা। মমতা বন্দ্যোপাধ্যায় সীতারাম ইয়েচুরি ও রাহুল গান্ধীর পায়ে পড়েছে। দিল্লি থেকে সরকার বদল করে সমস্ত তদন্ত বন্ধ করতে চায়। সিপিএমকে ভোট দেওয়া মানে তৃণমূলকে ভোট দেওয়া। আর তৃণমূলকে ভোট দেওয়া মানে চুরির তদন্ত বন্ধ হওয়া।”

এদিন শুভেন্দু অধিকারীর পিড়াকাটার পদযাত্রায় রাস্তার পাশ দিয়ে একটি বেসরকারি বাস থেকে হাত বাড়িয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মেলান ওই বাসের কন্ডাক্টর শিলাদিত্য চৌধুরী। বেলপাহাড়ির বাসিন্দা শিলাদিত্য চৌধুরী ২০১২ সালের ১২ ই আগস্ট বেলপাহাড়িতে মুখ্যমন্ত্রীর সভাতে সারের দাম কেন বাড়ছে তা নিয়ে প্রশ্ন করেছিলেন সরাসরি মুখ্যমন্ত্রীকে। সেই সময় ভাষণ থামিয়ে মুখ্যমন্ত্রী পুলিশকর্তাদের বলেছিলেন-“ওই ব্যক্তি এখানে কি করে ঢুকলো? ওকে আসলে মাওবাদী ,সিপিএম পাঠিয়েছে। ধরুন ওকে।”

শিলাদিত্যকে এরপরে গ্রেফতার করা হয়েছিল। মাওবাদী তকমায় মামলা শুরু হয়েছে তার নামে। সেই শিলাদিত্য বেসরকারি বাসের কন্ডাক্টর। বাস থেকেই এদিন হাত বাড়িয়ে রাস্তায় শুভেন্দু অধিকারীর সঙ্গে হাত মেলান তিনি। শুভেন্দু অধিকারী ও এগিয়ে গিয়ে হাত মিলিয়ে বলেন-“উনি মাওবাদী নন, রাষ্ট্রবাদী”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular