Suvendu Adhikari: গণতন্ত্র নির্বাচনের দিনে গণতন্ত্রের হত্যা: শুভেন্দু

Suvendu Adhikari

গণতন্ত্র নির্বাচনের দিনে গণতন্ত্রের হত্যা। এবার নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ভোট দিতে এসে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক মন্তব্য করেন।

গোটা পঞ্চায়েত ভোটের মৃত্যু, হিংসার এই দৃশ্যের পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগ হেনে বলেন, অভিযোগের নিষ্পত্তি হবে না যতক্ষণ না পর্যন্ত মমতা ব্যানার্জি চাইবেন। কারণ কার্যত মমতা ব্যানার্জি রাজীব সিনহার উপরে প্রেসার রেখেছেন হরিকৃষ্ণ ত্রিবেদীর দ্বারা। অন্যদিকে ভাইপো এসপিদের কন্ট্রোল করেছেন।

   

তিনি অভিষেকের দিকে তির ছুড়ে বলেন, একটা থেকে তিনটে ছাপ্পা করো ভাইপো নিজে বলেছে। আমাদের কাছে প্রত্যেকটির তথ্য রয়েছে। তাই স্বাভাবিকভাবেই অভিযোগ করলেও সুরাহা পাওয়া যাবে না। সুরাহা একটাই মমতা ব্যানার্জি যেদিন প্রাক্তন হবে, ওর ভাইপো যেদিন জেলে যাবে সেদিন গোটা বাংলা ঠান্ডা হয়ে যাবে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন