কলকাতা: হাজার বিতর্ক-জটিলতার মধ্যেও রবিবার নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে নবম ও দশম শ্রেণির এসএসসি নিয়োগ পরীক্ষা। তবে পরীক্ষার শান্তিপূর্ণ আয়োজন সত্ত্বেও নতুন করে বিতর্কের ঝড় তুললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, এ পরীক্ষাও আইনি জটিলতায় জড়াবে।
পরীক্ষার নামে প্রহসনের অভিযোগ
শুভেন্দু এ দিন সরাসরি অভিযোগ করেন, “পরীক্ষার নামে যা হয়েছে, তা নিছক প্রহসন। এই প্রশ্ন কোনও শিক্ষক-শিক্ষিকার জন্য হতে পারে না। উদ্দেশ্য একটাই-সবাইকে পাস করিয়ে দেওয়া। বিশেষ করে ওই ১৫ নম্বরের সুযোগ দিয়ে যাঁরা টাকা দিয়েছেন বা যাঁদের টাকা ফেরত দিতে পারেনি তৃণমূল, তাঁদের চাকরি পাইয়ে দেওয়া হবে। অর্থাৎ দুর্নীতি ফের হবেই।”
বিরোধী নেতার অভিযোগ, এবারের পরীক্ষার্থীদের ভিড়ের মধ্যেও ছিলেন দাগি পরীক্ষার্থীরা। তাঁর বক্তব্য, “১৫২ জন দাগি পরীক্ষা দিয়েছে। নিশ্চিতভাবে মামলা হবে। যারা মামলা করবে, তাঁদের কাছে আমরা যাবতীয় তথ্য পৌঁছে দেব।”
মামলার আশঙ্কা করছেন আইনজীবী বিকাশরঞ্জনও suvendu adhikari alleges farce
এই আশঙ্কা আগেই প্রকাশ করেছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর বক্তব্য, “স্কুল সার্ভিস কমিশন দুর্নীতিগ্রস্তদের যে তালিকা প্রকাশ করেছে, তা অসম্পূর্ণ। যাঁরা দুর্নীতিগ্রস্ত, তাঁরাও যদি এ বার পরীক্ষা দিয়ে থাকেন, তবে পরীক্ষা বাতিলের দায় নিতে হবে এসএসসিকে।”
পরীক্ষা দিয়ে বেরনোর পর পরীক্ষার্থীদের মধ্যেও দেখা গিয়েছে অনিশ্চয়তার সুর। অনেকেই সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তাঁরা এখনও নিশ্চিত নন, সত্যিই কি দুর্নীতিমুক্ত নিয়োগ সম্ভব হবে। তাঁদের দাবি, লিখিত পরীক্ষার পাশাপাশি ইন্টারভিউ ও ডেমোস্ট্রেশনের প্রতিটি ধাপের ভিডিয়োগ্রাফি করা উচিত। তবে সেই প্রস্তাব নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি এসএসসি।
West Bengal: The SSC exam for classes 9-10 is mired in new controversy. Opposition leader Suvendu Adhikari alleges the test is a “farce,” claiming it will face legal challenges due to corruption and the inclusion of tainted candidates. Legal action is expected.