Suvendu Adhikari: ট্রাকের ধাক্কায় অল্পের জন্য বাঁচলেন শুভেন্দু

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়ে ট্রাকের ধাক্কা। দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদায়। ট্রাাকের ধাক্কায় গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পলাতক।…

Suvendu Adhikari: ট্রাকের ধাক্কায় অল্পের জন্য বাঁচলেন শুভেন্দু

শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কনভয়ে ট্রাকের ধাক্কা। দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের মারিশদায়।

ট্রাাকের ধাক্কায় গাড়ির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার পর ট্রাকের চালক পলাতক। শুভেন্দু অবশ্য নিরাপদেই রয়েছেন।

পুলিশ সূত্রে খবর, রথযাত্রা উপলক্ষে তমলুকের ইসকন মন্দিরে যাচ্ছিলেন বিরোধী দলনেতা। সেইসময় শুভেন্দু অধিকারীর কনভয়ে ধাক্কা মারে ট্রাক। ধাক্কা মারার পরই ট্রাকটিকে ধাওয়া করতে শুরু করে পুলিশ। যে গাড়িতে ট্রাকটি সজোরে ধাক্কা মেরেছে, সেই গাড়িতে উপস্থিত ছিলেন না শুভেন্দু। ঘটনার তদন্ত করছে মেচেদা থানার পুলিশ। 

Advertisements

ঘটনার পিছনে ষড়যন্ত্র রয়েছে বলে দাবি বিজেপির। পাল্টা তৃণমূল কংগ্রেসের দাবি, দুর্ঘটনা নিয়ে রাজনীতি করছে বিজেপি।