প্রাক্তন তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ইডি-সিবিআই-এর জেরার ওপর স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সোমবার প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে এই মামলার শুনানি ছিল। সুপ্রিম কোর্ট স্থগিতাদেশের মেয়াদ বাড়াল ২৮ এপ্রিল পর্যন্ত।
অভিষেক বন্দ্যোপাধ্যায় বর্তমানে ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচিতে ব্যস্ত রয়েছেন। উল্লেখ্য, সোমবার আদালতে এই মামলার শুনানির সময়ে অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ভি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
সম্প্রতি কুন্তল আদালত চত্বরে দাবি করেন, কেন্দ্রীয় তদন্তকারীরা তাঁর মুখ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলিয়ে নেওয়ার চেষ্টা করছেন। অভিষেক ঠিক তার আগেই একই দাবি করে বলেন, “সারদা তদন্তে কুণাল, নারদা কেসে মদন মিত্রের গ্রেফতারির পর তাঁদের মুখ থেকে চাপ দিয়ে নাম বলিয়ে নেওয়ার চেষ্টা চলেছিল।”
এই বিষয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ টুইটে অভিযোগ করে বলেছেন, জেলবন্দিদের ওপর চাপ তৈরি করে অভিষেকের নাম বলিয়ে নেওয়ার চেষ্টা চলছে।
আলিপুর আদালতের বিচারককে অভিযোগ জানিয়ে চিঠি লেখেন কুন্তল। এই চিঠির ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, প্রয়োজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করা যেতে পারে।
এরপরই কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। সেই নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। সোমবার সেই স্থগিতাদেশের মেয়াদ আরও কিছুটা বাড়ল।