কলকাতা: ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় দ্রুত শুনানির রাজ্যের আবেদন খারিজ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। নির্ধারিত দিনেই মামলার শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালত (Supreme Court OBC certificate)।
সোমবার সুপ্রিম কোর্টে ওবিসি মামলার শুনানি হওয়ার কথা থাকলেও সময়ের অভাবে তা হয়নি। পরে জানা যায়, শুনানি এক মাস পিছিয়েছে। এরপরেই রাজ্যের পক্ষ থেকে প্রধান বিচারপতির কাছে আর্জি জানানো হয়, আগামী বৃহস্পতিবার বা সোমবারের মধ্যে মামলাটি শুনানি করা হোক। কিন্তু প্রধান বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, মামলা তালিকা থেকে বাদ যাবে না, নতুন করে তালিকা তৈরি হবে না, নির্ধারিত তারিখেই শুনানি হবে। আদালত সূত্রে খবর, আগামী ৯ সেপ্টেম্বর মামলাটি ওঠার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ জুলাই কলকাতা হাই কোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মামলার পরবর্তী শুনানি পিছিয়ে যাওয়ায় আপাতত হাই কোর্টের নির্দেশই বহাল থাকছে। এর ফলে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের মেধাতালিকা প্রকাশ আরও বিলম্বিত হতে চলেছে।
গত বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ পুরনো বিধি অনুযায়ী অর্থাৎ ২০১০ সালের আগের ৬৬টি ওবিসি সম্প্রদায়ের তালিকার ভিত্তিতেই ১৫ দিনের মধ্যে নতুন মেধাতালিকা প্রকাশের নির্দেশ দেন। নতুন তালিকা অনুযায়ী মেধাতালিকা প্রকাশের অনুমতি দেয়নি আদালত। ফলে ওবিসি শ্রেণির জন্য পূর্বের মতোই ৭ শতাংশ সংরক্ষণ বহাল থাকবে।
পশ্চিমবঙ্গে ২০১০ সালের আগে পর্যন্ত মোট ৬৬টি জনগোষ্ঠী ওবিসি হিসেবে স্বীকৃত ছিল। ২০১০ সালে বাম সরকারের আমলে আরও ৪২টি এবং ২০১২ সালে তৃণমূল সরকারের আমলে ৩৫টি জনগোষ্ঠী তালিকাভুক্ত হয়। কিন্তু গত বছর কলকাতা হাই কোর্ট ২০১০ সালের পরের সব শংসাপত্র বাতিল করে সমীক্ষা করে নতুন তালিকা প্রস্তুতের নির্দেশ দেয়। সেই নির্দেশ ঘিরেই একাধিক মামলা চলছে এবং এখন সুপ্রিম কোর্টের শুনানিই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ধারণ করবে।