কয়লাপাচার (coal smuggling) কাণ্ডে দু’জনকে গ্রেফতার করল সিবিআই। এরমধ্যে একজন সুনীল ঝা, যিনি ইসিএলের প্রাক্তন ডিরেক্টর। দ্বিতীয়জন আনন্দকুমার সিং। তিনি সিআইএসএফের প্রাক্তন ইন্সপেক্টর। দু’জনের বিরুদ্ধে অভিযোগ, ঘুষ নিয়ে অনুজ মাজি ওরফে লালার কয়লাপাচারে সুবিধা পাইয়ে দিতেন।
বৃহস্পতিবার আনন্দকুমার সিং ও সুনীলকুমার ঝাকে নিজাম প্যালেসে তলব করে সিবিআই। নোটিস পাঠিয়ে ডেকে পাঠানো হয় তাঁদের। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁদের গ্রেফতার করা হয়। জানা গেছে, বক্তব্যে অসঙ্গতি থাকায় তাঁদের গ্রেফতার করা হয়েছে। আসানসোলে যে বিশেষ সিবিআই আদালত রয়েছে, শুক্রবার সেখানে হাজির করানো হবে তাঁদের। এবার ৪ দিনের সিবিআই হেফাজতে সুনীল ঝা, আনন্দকুমার সিং ।