Sundarban: সুন্দরবনের লোকালয়ে বিশাল মানুষখেকো কুমিরের আতঙ্ক

লোকালয়ে কুমিরের তান্ডবে তীব্র আতঙ্ক। সুন্দরবনের (Sundarban) লোকালয়ে ঢুকে পড়ল এক বিশাল কুমির। শনিবার দুপুরে পাথরপ্রতিমার বনশ্যামনগর এলাকার একটি পুকুরে কুমিরটিকে দেখতে পায় বেশ কিছু স্থানীয় বাসিন্দারা।

crocodiles

লোকালয়ে কুমিরের তান্ডবে তীব্র আতঙ্ক। সুন্দরবনের (Sundarban) লোকালয়ে ঢুকে পড়ল এক বিশাল কুমির। শনিবার দুপুরে পাথরপ্রতিমার বনশ্যামনগর এলাকার একটি পুকুরে কুমিরটিকে দেখতে পায় বেশ কিছু স্থানীয় বাসিন্দারা। লোকালয়ের পুকুরে কুমির ঢুকে পড়ায় এলাকা জুড়ে ছড়ায় তীব্র আতঙ্ক। তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দফতরের রামগঙ্গা রেঞ্জ অফিসে। এরপর বনকর্মীরা এসে পুরো পুকুরটি জাল দিয়ে ঘিরে ফেলে। সন্ধে নাগাদ পূর্ণবয়স্ক কুমিরটিকে জলবন্দি করেন বনকর্মীরা। পরে পশু চিকিৎসকের মাধ্যমে শারীরিক পরীক্ষা-নিরিক্ষার পর কুমিরটি সুস্থ থাকায় গভীর রাতে সুন্দরবনের চুলকাটি জঙ্গলের কাছে খাঁড়িতে ছেড়ে দেওয়া হয়।

প্রায় ১৫ ফুটের দৈর্ঘ্যের কুমিটির ওজন ছিল প্রায় ৩০০ কেজি। পাশের নদী থেকে জোয়ারের জলে কুমিরটি ঢুকে পড়ে বলে মনে করছেন বনকর্মীরা। বিগত কয়েক মাস ধরে পাথরপ্রতিমায় একাধিকবার লোকালয়ে ঢুকে পড়ছে কুমির। এই বারংবার লোকালয়ে কুমির প্রবেশের ঘটনায় রীতিমতো আতঙ্কে সাধারণ মানুষ। তাদের দাবি বাচ্চা থেকে শুরু করে বয়স্ক প্রত্যেকটি মানুষের জন্য এটি সংকটের বিষয়। কারণ এই কুমির ঢোকার কারণে প্রাণ সংশয়ের আশঙ্কা রয়েছে। যার ফলে তারা বন দফতরের কাছে সঠিক ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন।