জিটি রোডের উপর পড়ে থাকা থান ইটের টুকরোগুলো দেখিয়ে ভয়ার্ত বিজেপি সমর্থক বললেন ‘একটুর জন্য বেঁচে গেছি। আবার তৃণমূল করব!’ আপনি তৃণমূল?-আগে ছিলাম। আর উপায় নেই। তৃণমূল না করলে বাঁচব না। নাম জানাতে অপারগ ভীত বিজেপি সমর্থক বললেন বাড়ি ‘দামোদরের ওপারে’। তবে কোন গ্রাম বলতে চাইলেন না। মুচলেকা দিয়ে ঘরে ফিরে তৃণমুলই করবেন বলে জানালেন।
পূর্ব বর্ধমান জেলার সদর বর্ধমান। শহরের উল্লাস মোড় বাসস্ট্যান্ডের নিকটে জিটি রোডের পাশে বিজেপির বিরাট ইমারত। তার সামনে গুটিকয়েক বিজেপি কর্মী সমর্থক। তারা বললেন, ভিতরে ঘরছাড়া সমর্থকরা আছেন। অভিযোগ, লোকসভা ভোটের ফল ঘোষণার পর হামলা চলেছে।
Modi 3.0: নাচাচ্ছেন নীতীশ-নাইডু, নাচছেন ‘ভগবান’ মোদী
বৃহস্পতিবার জেলা বিজেপি দফতরেও হামলা হয়। বিজেপির অভিযোগ, হামলায় জড়িত তৃণমূল। তবে সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে দিলীপ ঘোষের পরাজয়, রাজ্য জুড়ে বিজেপির ধাক্কা ও কেন্দ্রে বিজেপির গরিষ্ঠতা না থাকা সবমিলে ভোট পরবর্তী হিংসার শিকার পদ্ম শিবিরের সমর্থকরা বলে একাধিক অভিযোগ উঠছে।
কোন ট্রেন ঘুরপথে-কোনগুলির রুট ছোট? দুর্ভোগ এড়াতে শিয়ালদার যাত্রীদের জন্য রইল আপডেট
লোকসভা নির্বাচনের ফল ঘোষণার পর ভোট পরবর্তী হিংসার খবর আসছে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে। বর্ধমান শহরের বিভিন্ন ওয়ার্ডেও বিক্ষিপ্ত সংঘর্ষ চলেছে। আক্রান্তদের পাশে আছি বলে পাল্টা মারের হুঁশিয়ারি দেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তবে তাঁর হুঁশিয়ারিতে ভরসা নেই বিজেপি সমর্থকদের। জেলা বিজেপি অফিস থেকে উল্টোমুখে হাঁটতে হাঁটতে ভীত বিজেপি সমর্থকদের ক্ষোভ, ‘সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীরা নিজেরাই সেটিং করবে। আমাদের বাঁচতে হবে। আমরা কেন মার খাব।’
প্রতিষ্ঠার পর থেকে বর্ধমানে জেলা বিজেপি কার্যালয়টি কখনও দলীয় গোষ্ঠীদ্বন্দ্বে অগ্নিগর্ভ হয়েছে, কখনও আবার বিক্ষুব্ধ বিজেপির হামলা হয়েছিল। তবে এবার আবার প্রতিপক্ষ তৃণমূলের তরফে হামলার অভিযোগ উঠল। ভীত বিজেপি সমর্থকরা বলছেন, বিরাট বাইক বাহিনী নিয়ে তৃণমূল হামলা চালায়। তবে এই ঘটনাকে বিজেপির আদি-নব্য গোষ্ঠিবাজি বলেছে তৃণমূল।