জেলার ছেলে মোদীর মন্ত্রিসভায়। দক্ষিণ দিনাজপুর থেকে কেউ প্রথমবার রাষ্ট্রপতির কাছে মন্ত্রী হওয়ার শপথপাঠ করেছেন। উচ্ছ্বাস-আনন্দে মেতে বালুরঘাট। কিন্তু মজুমদার পরিবারেই আক্ষেপের সুর! উল্টে প্রধানমন্ত্রী মোদীর সিদ্ধান্ত নিয়েই প্রশ্ন তুললেন দেশের প্রতিমন্ত্রী বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের মা।
রবিবার সন্ধ্যা। রাষ্ট্রপতি ভবনে শপথবাক্য পড়ছেন সুকান্তবাবু। সেই সময় জ্বলজ্বল করছিল বৃদ্ধার চোখ দু’টো। এরপরই ক্যামেরার লেন্স তার করল রাজ্য বিজেপি সভাপতির মায়ের দিকে। মুখে হাসি তাঁর, কিন্তু তার মধ্যেই বিষন্নতার ভাব।
লোকসভা ভোট মিটতেই বাংলায় বাজল বিধানসভা ভোটের বাদ্যি, তারিখ ঘোষণা কমিশনের
ছেলে দেশের মন্ত্রী হয়েছেন? কেমন লাগছে? প্রশ্ন করতেই ভিন্ন সুর ধরা পড়ল সাংসদ সুকান্তর মায়ের মুখে। বললেন, ‘ছেলেকে পূর্ণ মন্ত্রী করলে আরও বেশি ভাল হত।’ বিজেপি নেতৃত্বের প্রতি আক্ষেপ ঝরে পড়লেও মোদীদের অবশ্য কৃতজ্ঞতা জানাতে ভোলেননি বৃদ্ধা। বলেছেন, ‘ছেলেকে এই জায়গায় যোগ্য ভাবার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
কে হবেন বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি? একাধিক নাম নিয়ে জল্পনা
সুকান্তকে এখন দিল্লিতেই থাকতে হবে বেশি। বুঝেছেন সাংসদের কন্যা সৃজা মজুমদার। তরুণীর কথায়,’আমি খুব খুশি। তবে বাবা আরও দূরে চলে যাচ্ছে। তাই খারাপ লাগছে। আমি চাই বাবা সব মানুষের পাশে থেকে কাজ করুক।’
তবে শপথের পর পরই প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের প্রতিশ্রুতি, জেলার যোগাযোগ ব্যবস্থাকে অত্যাধুনিক মানে করবার ক্ষেত্রে তিনি অগ্রণী ভূমিকা গ্রহণ করবেন।