শঙ্কর দাস, বালুরঘাট: কোন পূজো মণ্ডপ উদ্বোধন করবেন না সুকান্ত মজুমদার। কারণ হিসেবে তিনি জানিয়েছেন বাংলার মেয়েরা সুরক্ষিত নেই। এখানে নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য সরকার। জয়নগরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদেই তাঁর এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন।
শনিবার বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে দলীয় কার্যকর্তাদের বৈঠক শেষে রীতিমতো সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী বলেন আরজিকর তারপর বংশীহারি এবং তৎপরবর্তী জয়নগরের ঘটনায় আবারও স্পষ্ট যে বাংলায় নারীদের কোন নিরাপত্তা নেই। মমতা বন্দোপাধ্যায় নিজে একজন মহিলা হয়েও মেয়েদের সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ। একের পর এক ঘটনায় তাঁর পদত্যাগ করা উচিৎ। সুকান্ত মজুমদার বলেন তিনি নিজে মেয়ের বাবা হয়ে কখনোই শোকসন্তপ্ত পরিস্থিতিতে উৎসবে আনন্দ উপভোগ করতে পারবেন না। ঘটনার প্রতিবাদের এবারে তিনি কোনও পুজোর উদ্বোধন করবেন না। মণ্ডপে গিয়ে বাংলার মহিলাদের রক্ষা করার জন্য দেবীদুর্গার কাছে প্রার্থনা করবেন। সবকিছু ঠিকঠাক থাকলে রবিবার তিনি জয়নগর যাবেন বলেও জানিয়েছেন।