লোকসভা ভোটের প্রাক্কালে বড় মন্তব্য করে শোরগোল ফেলে দিয়েছেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O Brien)। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে লোকসভা নির্বাচন হোক। তিনি বলেন, বিজেপি গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করার চেষ্টা করছে। নির্বাচন কমিশন নিয়েও প্রশ্ন তুলেছেন ডেরেক ও’ব্রায়েন। এদিকে এবার তাঁকে পাল্টা আক্রমণ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।
মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বড় অভিযোগ করেন ডেরেক ও’ব্রায়েন। এই পোস্টে ডেরেক ও’ব্রায়েন লিখেছেন, ‘বিজেপি সস্তা উপায়ে নির্বাচন কমিশনের মতো ভারতে প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করছে। বিজেপি কি মানুষের মুখোমুখি হতে ভয় পাচ্ছে এবং সে কারণেই তারা বিরোধীদের নিশানা করার জন্য নির্বাচন কমিশনকে তাদের পার্টি অফিসে পরিণত করেছে? ‘
ডেরেক ও’ব্রায়েনের সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সাধারণ নির্বাচনের দাবি প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বড় মন্তব্য করেছেন। সুকান্ত আজ বাগডোগরায় বলেছেন, “ডেরেক ও’ব্রায়েন এবং তাঁর দলের নেতারা নতুন সংবিধান তৈরি করতে চান। আসুন আমরা এক কাজ করি, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে নতুন সংবিধান লিখতে দেওয়া উচিৎ। দেশে নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের। রাজ্য নির্বাচন কমিশনের মতো কাজ করবে না, মমতা বন্দ্যোপাধ্যায় যা করতে বলবেন, তারা তাই করবে।”
#WATCH | Bagdogra: TMC MP Derek O’Brien’s “We want Supreme Court-monitored elections” tweet, WB BJP president Sukanta Majumdar says, “Derek O’Brien and his party leaders want to make a new Constitution. Let us do one thing, we should let Mamata Banerjee write the new… pic.twitter.com/JndAj3OMdN
— ANI (@ANI) March 19, 2024