এবার ঠগ বাছতে গাঁ উজাড় হবে, রাজ্যকে নিশানা সুকান্তর

পাঁচ রাজ্যের বিজেপির বিধানসভা ভোটে ফলাফল নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘গণতন্ত্রে বিশ্বাসী বিজেপি।’ এদিন…

পাঁচ রাজ্যের বিজেপির বিধানসভা ভোটে ফলাফল নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘গণতন্ত্রে বিশ্বাসী বিজেপি।’

এদিন তিনি আরও বলেন, ৫ রাজ্যের বিধানসভা ভোটে কোনও হিংসা হয়নি। কিন্তু বাংলায় বিরোধীদের কন্ঠরোধের চেষ্টা হয়। বিজেপি শাসিত রাজ্যগুলিতে এমন হয় না। মাননীয়ার গণতন্ত্রে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে না। ভারতীয় জনতা পার্টি কোথাও রঙবাজি করে না। পশ্চিমবঙ্গেও আমরা রঙবাজির পক্ষে নই। রঙবাজি যাঁদের সংস্কৃতের অঙ্গ তারাই এই কথাবার্তা বলবেন। এদিন নবম-দশমে শিক্ষক নিয়োগ দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারকে বিঁধে সুকান্ত বলেন, ঘুষের মাধ্যমে নিয়োগ প্যানেল হয়েছে। এবার ঠগ বাছতে গাঁ উজাড় হবে। রাজ্য সরকার দেউলিয়া হয়ে গেছে।

   

তিনি আরও বলেন, ‘কিছু ডাক্তার আছেন যারা তৃণমূলের দলদাস হয়ে কাজ করছেন বা কাজ করতে বাধ্য হচ্ছেন।’ অনুব্রত মামলায় তিনি বলেন, ‘উনি অনেকদিন ধরে সিবিআই-এর হাত থেকে পালানোর জন্য চেষ্টা করছেন। এবার হয়তো উডবার্নে গিয়ে ভর্তি হবেন। আর তো কোনও উপায় নেই।’