আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও খুনের ঘটনা সম্পর্কে আবারও পথে নেমেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। এই বিষয় সম্পর্কে তিনি বলেছেন, “আমাদের আন্দোলন চলছে এবং চলবে। যতক্ষণ না আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ করাতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে।”
ধর্ষিতার বিচার ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে পশ্চিমবঙ্গ বিজেপির ডাকে কালীঘাট চলো কর্মসূচির আয়োজন করা হয়েছিল আজ। এই আন্দোলনে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার, বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল সহ বঙ্গ বিজেপির আরও নেতা-নেত্রীরা।
এর আগেও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হয়েছিলেন তারা। ৯ অগস্ট রাতে আরজি কর কাণ্ডের ঘটনাটি ঘটার পর থেকেই কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। নিরাপত্তা দিতে না পারার জন্য প্রশাসনকেই বারবার দায়ী করা হয়েছে।
এর আগেও শ্যামবাজার এবং ধর্মতলায় আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ অবস্থান কর্মসূচি করেছিল বঙ্গ বিজেপি। ছাত্র সমাজের ‘নবান্ন চলো’ আন্দোলনকেও পূর্ণ সমর্থন করেছিল তারা। আবারও তাদের মুখে শোনা গেলো মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি।
‘দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ’-এর দাবিতেই সরব হয়েছেন তারা। এছাড়াও, বঙ্গ বিজেপির পক্ষ থেকে একাধিকবার এই প্রশ্ন উঠে এসেছিল যে, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে রাজ্যে নারী নিরাপত্তার এমন হাল কেন?