HomeWest Bengalনির্বাচন কমিশনকে অন্ধ ধৃতরাষ্ট্রের তকমা সুকান্ত'র

নির্বাচন কমিশনকে অন্ধ ধৃতরাষ্ট্রের তকমা সুকান্ত’র

- Advertisement -

পুরভোটেও জায়গায় জায়গায় জয়জয়কার হয়েছে তৃণমূল শিবিরের। এদিকে এই ফলাফল নিয়ে এবার সুর চড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য নির্বাচন কমিশনকে পক্ষপাতদুষ্ট বললেন সুকান্ত। সেইসঙ্গে কমিশনকে অন্ধ ধৃতরাষ্ট্র’ তকমা দিলেন বিজেপি সাংসদ।

সোমবার বারাসতে গিয়েছিলেন সুকান্ত তিনি বলেন, ‘রাজ্য নির্বাচন কমিশন ধৃতরাষ্ট্রের মতো কাজ করেছে। তারা কেন্দ্রীয় বাহিনী নেবে না আমরা জানি। কারণ, রাজ্য সরকার বারণ করেছে। এই চার পুরসভার ফল নিয়ে বিজেপি হতাশ নয়। ভোটের নামে প্রহসন হয়েছে। পুরভোটে জনমত প্রকাশিত হয়েছে বলে আমার মনে হয় না। বিধাননগরে ভুয়ো ভোটাররা ভোট দিয়েছেন। নির্বাচন কমিশনের কাছে আদালতের জানতে চাওয়া উচিত, কেন এ ধরনের ঘটনা ঘটল?’

   

অন্যদিকে এদিন ভোটের ফলাফলের আগে সুর চড়ান বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, চারে চারের পথে তৃণমূল। বিধাননগরে (Bidhannagar) ভোট লুঠ, যা ভেবেছিলাম তেমন ফল হবে না, সল্টলেকে একতরফা অগ্রগতি হচ্ছে তৃণমূলের।’

বলেন, ‘ভোট মিটে যাওয়ার পরেও বিজেপি নেতা-কর্মীদের হুমকি দেওয়া হয়। তৃণমূল (TMC) ভেবেছে, ভয় দেখিয়ে জিতে নেবে সব। সব লুটে নেবে। খড়গপুরে বিজেপি নেতা-কর্মীদের চমকাচ্ছে পুলিশ। থানায় ডাকছে যখন তখন, ভয় দেখাচ্ছে, পাড়া ছাড়া করছে।’

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular