Anis Khan: ছাত্রনেতার হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী

ছাত্রনেতা আনিস খানের হত্যাকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। এবার এই ইস্যুতে মুখ খুললেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “যেকোনো মৃত্যু দুঃখজনক,…

ছাত্রনেতা আনিস খানের হত্যাকাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। এবার এই ইস্যুতে মুখ খুললেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “যেকোনো মৃত্যু দুঃখজনক, কারোর ভাবার দরকার নেই, এই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হবে ও দোষীরা শাস্তি পাবে। ইতিমধ্যে বাংলার মুখ্যমন্ত্রী সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন।’

Advertisements

আনিস খানের দেহ পুনরায় ময়নাতদন্তের প্রসঙ্গে তিনি বলেন, “আইন আইনের পথে চলবে।” আসন্ন পুরনির্বাচনে এই হত্যার কোনো প্রভাব পড়বে কিনা সে ব্যাপারে তিনি বলেন, “মৃত্যু নিয়ে রাজনীতি কাম্য নয়। যেকোনো মৃত্যুই দুঃখজনক। ভোটের সাথে এই মৃত্যুর কোন যোগ নেই।”

   

এদিনের এই নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায়, চেয়ারম্যান হাজী শেখ নুরুল ইসলাম, বসিরহাট পৌরসভার তৃণমূল কংগ্রেসের নির্বাচনী কো-অর্ডিনেটর এটিএম আব্দুল্লাহ রনি সহ একাধিক তৃণমূল নেতৃত্ব।