পেসমেকার বসিয়ে আপাতত সংকটমুক্ত কালীঘাটের কাকু

এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রকে। সোমবার প্যারোল শেষে জেলে ফেরার দিন তিনি অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় ।…

এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয় ‘কালীঘাটের কাকু’ সুজয়কৃষ্ণ ভদ্রকে। সোমবার প্যারোল শেষে জেলে ফেরার দিন তিনি অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে ভর্তি করা হয় । এসএসকেএম সূত্রে জানা গেছে, কালীঘাটের কাকুর বুকে পেসমেকার বসানো রয়েছে। বুকে ব্যথার উপসর্গ নিয়ে সোমবার দুপুরে এসএসকেএমে কার্ডিওলজি বিভাগে যান তিনি।

শারীরিক পরীক্ষায় সুজয়কৃষ্ণের হৃদরোগজনিত সমস্যা ধরা পড়েনি। তাকে রাখা হয়েছে এমার্জেন্সি ওয়ার্ডে। হাসপাতাল সূত্রে খবর, ডিহাইড্রেশন এবং রক্তচাপজনিত কারণে অসুস্থ হয়ে পড়েন তিনি।

উল্লেখ্য, সম্প্রতি মৃত্যু হয়েছে সুজয়কৃষ্ণের স্ত্রী বানী ভদ্রের। এরপর জামিনের আবেদন করলেও সুজয়কৃষ্ণকে জামিন দেওয়া হয়নি। স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করার জন্য সংশোধনাগারের তরফে প্যারলে মুক্তি দেওয়া হয়। সেই প্যারোলের সময়সীমা ছিল ১৬ জুলাই পর্যন্ত। ১৭ তারিখ সংশোধনাগারে ফেরার কথা ছিল।