রবিবার মধ্যরাত থেকে সোমবার বিকেল পর্যন্ত তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড় রেমাল (Remal)। কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা সাক্ষী থেকেছে ঝড়ো হওয়ার, সঙ্গে চলে ভারী বৃষ্টি। এর জেরে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। কার্যত দিশেহারা হয়ে পড়েছেন নদিয়া জেলার শান্তিপুরের কলা এবং আখ চাষিরা।
ক্ষতিগ্রস্ত চাষিদের বক্তব্য, টানা ঝড়ের প্রভাবে মাটিতে নুইয়ে পড়েছে কলাগাছগুলি। বিঘার পর বিঘা জুড়ে থাকা আখগাছগুলিও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক টাকার ক্ষতি হয়ে গিয়েছে। ঋণ নিয়ে চাষ করেছিলেন প্রচুর চাষি। এখন তাঁদের একটাই চিন্তা, কীভাবে ঋণ শোধ করবেন।
ক্ষতিগ্রস্ত চাষি পবন মহলদারের কথায়, তীব্র ঝড়ের প্রভাবে আমাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। আখ আর কলাগাছগুলোর দিকে তাকানো যাচ্ছে না। গাছগুলি মাটিতে পড়ে যাওয়ায় ফলন অনেকটাই কমে যাবে। কলার কাদিগুলোর ক্ষতি হয়েছে। প্রচুর ক্ষতি হয়ে গেল। কীভাবে সংসার চালাব, বুঝতে পারছি না।
বিদ্যুতের বিল শূন্য করে দেব, বিরাট প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর
সরকারের কাছে সাহায্যের আবেদনও জানান পবনবাবু। তিনি বলেন, অনেক চাষিই ক্ষতির সম্মুখীন হয়েছে। তবে আমার ক্ষতির পরিমাণ সবচেয়ে বেশি। যদি কোনওরকম সরকারি সাহায্য পাই, তাহলে অনেক উপকার হবে। শুধু বৃষ্টি হলে এই সমস্যা হত না। ঝড়ের জন্য কলা-আখ গাছের অবস্থা এতটা খারাপ হয়ে গিয়েছে।