চুরির প্রমাণ হলে ফাঁসির মঞ্চে উঠবো!- নন্দীগ্রামে শুভেন্দু

    নন্দীগ্রাম: নন্দীগ্রামে দাউদপুরে একটি মহাপ্রভুর মহোৎসব ও রাধাকৃষ্ণ উৎসব একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায়…

Subhendhu Adhikeri

short-samachar

   

নন্দীগ্রাম: নন্দীগ্রামে দাউদপুরে একটি মহাপ্রভুর মহোৎসব ও রাধাকৃষ্ণ উৎসব একটি ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে তৃণমূল নেতৃত্বদের কার্যত হুঁশিয়ারি দেন। কে একটা লোক বলেছিল না, চুরির প্রমাণ হলে ফাঁসির মঞ্চে উঠবো! বিরোধী দলনেতা এমন বক্তব্যের পর রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে।

এদিন শুভেন্দু অধিকারী বলেন ” নন্দীগ্রামের সবাই একসঙ্গে ভালোবাসা নিয়ে থাকবো। গত ছ’মাস আগে বাজারে আমার সঙ্গে অসভ্যতা আচরণ হয়েছিল। আমি সব মনে রাখি সময় ও তারিক দিয়ে লিখে রাখি। হিসাব হবে, জেনে রাখুন! ভোট পরবর্তী হিংসায় দেবব্রত মাইতির খুনীরা যেমন এলাকা ছেড়ে পালিয়েছে। ক্লাব যারা পুড়িয়েছে তাদেরকে আমরা ছাড়বো না। পুলিশকে ব্যবহার করে নিরীহ লোকেদের জেলে ঢুকানো এটাও বন্ধ করব “।

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন ” একটা লোক বলেছিল, চুরির প্রমাণ হলে ফাঁসিতে উঠবো! সে কোথায়? ৭ কোটি ৫৬ লক্ষ টাকা লিপস এন্ড বাউন্ড চেক পাওয়ার অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডাইরেক্টর হচ্ছেন অমিত ব্যানার্জি। লতা ব্যানার্জি ও রুজিরা ব্যানার্জি “।

আরও বলেন ” রাজীব কুমার সঙ্গে ভাইপো (অভিষেক বন্দ্যোপাধ্যায়) এক ঘন্টা মিটিং হয়েছে। ভাইপোর সঙ্গে পিসি মিটিং হয়েছে, নিয়মিত যোগাযোগ আছে। রাম মন্দিরে আবেগ তৈরি হয়েছে। বাংলা মিডিয়ার কাছে বলব, ভাইপো সব জায়গায় বলেছে যেদিন কে প্রণাম হবে, সেদিন ফাঁসির মঞ্চে যাবো। লিপস এন্ড বাউন্ড পরিবারের কোম্পানি। মমতা চোর তার পরিবার সবাই চোর। বোমাবাজি এটা নিত্য দিনের ঘটনা। রাজ্যে আইন-শৃঙ্খলা নেই। এর জন্য পিসির কোম্পানি ও ভাইপো কোম্পানি দায়ী “।