পড়ার জন্য বকাঝকা, মানসিক চাপে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী

মাধ্যমিক পরীক্ষার আগে প্রবল মানসিক চাপে আত্মঘাতী হল এক ছাত্র। পরিবারের দাবি, পড়াশোনা নিয়ে বকাঝকার কারণেই এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছে ওই ছাত্র। ঘটনায় শোকের ছায়া…

student suicide

মাধ্যমিক পরীক্ষার আগে প্রবল মানসিক চাপে আত্মঘাতী হল এক ছাত্র। পরিবারের দাবি, পড়াশোনা নিয়ে বকাঝকার কারণেই এই মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছে ওই ছাত্র। ঘটনায় শোকের ছায়া নেমে এলাকায়।

জানা গেছে, মৃত ছাত্রের নাম রাজু মণ্ডল (১৬) পূর্ব বর্ধমানের কাটোয়া মহকুমা গ্রামের বাসিন্দা। চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় বসার কথা ছিল তার। কিন্তু সাম্প্রতিক সময়ে পরীক্ষার প্রস্তুতি নিয়ে সে প্রচণ্ড চাপে ছিল। পরিবারের সদস্যদের অভিযোগ, সাম্প্রতিক সময়ে সে কিছুটা অন্যমনস্ক হয়ে পড়েছিল এবং পড়াশোনায় মন দিতে পারছিল না। এই কারণে বাবা-মা মাঝে মাঝে তাকে পড়াশোনার জন্য বকাঝকা করতেন।

   

পরিবারের বক্তব্য, মঙ্গলবার সন্ধ্যায় রাজুর মা তাকে পড়াশোনার বিষয়ে বকাঝকা করেন। এরপর রাতের খাবার না খেয়েই সে নিজের ঘরে চলে যায়। পরদিন সকালে ঘরের দরজা বন্ধ দেখে সন্দেহ হয় পরিবারের। অনেক ডাকাডাকির পরও সাড়া না মেলায় দরজা ভেঙে ভেতরে ঢোকেন তাঁরা। তখনই ফ্যানের সঙ্গে রাজুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

ঘটনার পর তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

রাজুর বাবার কথায়, “আমরা চাইতাম ছেলে ভালো রেজাল্ট করুক। তাই মাঝে মাঝে শাসন করতাম। কিন্তু বুঝতে পারিনি, এমনটা ঘটবে।”

মানসিক বিশেষজ্ঞদের মতে, পরীক্ষার চাপ এবং অভিভাবকদের অতিরিক্ত প্রত্যাশা অনেক সময় ছাত্রছাত্রীদের মধ্যে ভয় ও হতাশা তৈরি করে। তাই অভিভাবকদের সচেতন হওয়া প্রয়োজন, যাতে সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে এবং তারা নিজেদের মানসিক অবস্থা সহজে প্রকাশ করতে পারে।

এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় এবং পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দাদের অনেকেই মনে করছেন, পরীক্ষার চাপে মানসিক অবসাদের কারণেই এমন পরিণতি হতে পারে। তাই অভিভাবকদের সন্তানদের মানসিক স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দেওয়া উচিত, যাতে ভবিষ্যতে এমন দুঃখজনক ঘটনা এড়ানো যায়।