Sunday, December 7, 2025
HomeWest BengalVisva Bharati: বিশ্বভারতীর পড়ুয়া বিক্ষোভে 'কূটনৈতিক ছায়া', বাংলাদেশ ভবন ঘেরাও

Visva Bharati: বিশ্বভারতীর পড়ুয়া বিক্ষোভে ‘কূটনৈতিক ছায়া’, বাংলাদেশ ভবন ঘেরাও

- Advertisement -

বিশ্বভারতী কর্তৃপক্ষের (Visva Bharati) সঙ্গে পড়ুয়াদের সংঘাত ক্রমে দেশ ছাড়িয়ে বিদেশে পাড়ি দিতে চলল। প্রায় ১৬ ঘন্টা ধরে ঘেরাও বাংলাদেশ ভবনে বিশ্বভারতীর কর্মসচীব সহ অনান্য আধিকারিকরা। এর প্রভাব ঢাকা-নয়াদিল্লি কূটনৈতিক সম্পর্কের উপর পড়তে চলেছে। এই ভবনটি মূলত বাংলাদেশ সরকারের।

বিশ্বভারতীর পড়ুয়া আনন্দোলন জটিল হতে চলেছে।অভিযোগ, আন্দোলনকে উপেক্ষা করেছো কর্তৃপক্ষ। ১৪ মার্চ বিশ্বভারতী কর্তৃপক্ষ একটি বিজ্ঞপ্তি জারি করে। এতে বলা হয়,যে সকল পরিক্ষার্থী পরীক্ষায় আসেনি তাদের সকলকে ফেল করানো হবে।

   

বহু ছাত্র ছাত্রী পরীক্ষা বয়কট করছে। এছাড়া অনেকে অশান্তির জ্বেরে ক্যাম্পসে উপস্তিত হতে পারেনি।
আর এই ফেল নোটিশ বরখাস্ত করার জন্য বিশ্বভারতীর দুই পড়ুয়া মীনাক্ষী ভট্টচার্য ও সোমনাথ সৌ অনাশন বসেছেন।

জানা গিয়েছে, বিশ্বভারতীর আন্তজার্তিক বাংলাদেশ ভবনে ফ্যাকাল্টি মেম্বারদের বৈঠক ছিল। ওই সময় ছাত্র-ছাত্রীরা ও ভবনে ঢুকে পড়ে। অনশনে বসে পড়ে।কয়েকজন অধ্যাপক অধ্যাপিকা বেরিয়ে যান বাইরে।
তবে কর্মসচিব , যুগ্মকর্মসচিব ,পিআরও, আর বেশ কিছু আধিকারিক ঘেরাও হয়ে পড়েন। সোমবার মাঝ রাত নাগাদ শান্তিনিকেতন থানার পুলিস গিয়ে তাঁদের উদ্ধার করার চেষ্টা করে। তবে বিশ্বভারতী কর্মসচিব ও অনান্য আধিকারিকরা বাইরে আসতে চাননি।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular