ISL : ফাইনালে দর্শকদের থাকাটাই মোটিভেশন দিচ্ছে কৃষ্ণা’দের 

কোভিডের জেরে গত দুই মরশুম আইএসএলে (ISL) দর্শকদের সমাগম দেখা যায়নি,কিন্তু এবছর পরিস্থিতি খানিকটা ভিন্ন, বলা চলে যে দুই দল এবছর আইএসএলের ফাইনালে সুযোগ করে…

Mohun Bagan supporters are relying on Roy Krishna

কোভিডের জেরে গত দুই মরশুম আইএসএলে (ISL) দর্শকদের সমাগম দেখা যায়নি,কিন্তু এবছর পরিস্থিতি খানিকটা ভিন্ন, বলা চলে যে দুই দল এবছর আইএসএলের ফাইনালে সুযোগ করে নেবে তাদের কাছে দর্শকে পূর্ণ স্টেডিয়ামে খেলার সুযোগ থাকছে।আর এই ব‍্যাপারটা আলাদা করে তাঁতাচ্ছে সবুজ মেরুন শিবির’কে।

ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে আইএসএলের সেমিফাইনালের প্রথম পর্ব,প্রথম দফার ম‍্যাচে শিল্ডজয়ী জামশেদপুর এফসি ১-০ গোলে হেরে আছে কেরেলা ব্লাস্টার্সের কাছে,অন‍্যদিকে এটিকে মোহনবাগান ৩-১ গোলে পরাজিত হায়দ্রাবাদ এফসি’র বিরুদ্ধে।‌

অঙ্ক বলছে ফাইনালে যেতে হলে ওগবেচে’দের তিন বা তার অধিক গোলে হারাতে হবে সুবুজ মেরুন শিবির’কে।আর এই অঙ্ক পূরণ করে পাখির চোখ করছে মোহনবাগান।হাল ছাড়তে চাইছেন না দলের গোয়ানিজ ফুটবলার লিস্টন কোলাসো।

দুই বছর আইএসএলের ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে গোয়ার মাঠে,পরিচিত দর্শকদের মাঝে ফাইনাল খেলতে সেমিফাইনালে হায়দ্রাবাদ’কে হারাতে মরিয়া সবুজ মেরুন শিবির।প্রথম দফার সেমিফাইনালে যে ভুল গুলো করেছিল সেগুলো যদি দ্বিতীয় দফায় না করে তাহলে ওগবেচে’দের হারাতেই পারে তারা,এমনটাই মত কোলাসোর।

নিশ্চিত ভাবে সামনে এক কঠিন লড়াই, কিন্তু লড়াইয়ের আগে কোনও রকম ভাবেই হার মানতে নারাজ সবুজ মেরুন কোচ জুয়ান ফেরান্দো।প্রথম ম‍্যাচে খেলাকালীণ চোট পেয়েছিলেন দলের নির্ভরযোগ্য ফুটবলার তিরি।বুধবার গুরুত্বপূর্ণ ম‍্যাচে খেলতে নামার আগে তাকে সারিয়ে তোলার মরিয়া চেষ্টা চলছে।সব মিলিয়ে বর্তমানে এক গরমাগরম পরিস্থিতি তৈরি হয়েছে সবুজ মেরুন শিবিরে।দল ফাইনালে যাবে কিনা তা নিয়ে প্রবল উৎকন্ঠার মধ্যে সময় কাটছে ফ্যানদের।