ব্যান্ডেল: আমাদের রাজ্যে অন্যতম লাইফ লাইন লোকাল ট্রেন৷ নিত্যদিন লোকাল ট্রেনে যাতায়াত করেন হাজার হাজার মানুষ। বাড়ি থেকে দূরের কর্মস্থল কিংবা স্কুল-কলেজে পৌঁছাতে অনেকেরই ভরসা লোকাল ট্রেন৷ এবার রাতের লোকাল ট্রেনে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলেন যাত্রীরা৷ যা রেলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে দিল৷ চলন্ত ট্রেনে বিকট শব্দে কেঁপে উঠলেন যাত্রীরা৷ জানালার কাচ ভেঙে আহত হলেন মহিলা যাত্রী৷ সোশ্যাল মিডিয়ায় আতঙ্কের সেই ছবি পোস্টও করেছেন ওই যাত্রী। যেখানে দেখা যাচ্ছে, জানালার কাচ গুঁড়িয়ে গিয়েছে, ভাঙা টুকরো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে সিটের উপরে৷
অভিযোগকারী ওই যাত্রীর নাম মামন জানা। রবিবার রাতে শেষ লোকাল ট্রেনে বাড়ি ফিরছিলেন তিনি৷ তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিলেন। মানকুণ্ডু স্টেশন থেকে আপ বর্ধমান লোকালে চেপেছিলেন তাঁরা৷ গন্তব্য মগরা স্টেশন। ট্রেন ব্যান্ডেল স্টেশন ছেড়ে যখন আদিসপ্তগ্রামে ঢুকছে, ঠিক তখনই হঠাৎ জোরে একটি শব্দ শোনা যায়৷
মামন জানান, কেউ বা কারা লোকাল ট্রেনের বগি লক্ষ্য করে পাথর ছোড়ে। জানালার পাশেই বসেছিলেন তিনি। পাথরের আঘাতে হুড়মুড় করে জানলার কাচ ভেঙে পড়ে যায়৷ আঘাত লাগে তাঁর মাথা৷ বেশ কিছুটা অংশ কেটেও যায়। গায়ে শীতের পোশাক থাকায় শরীরে কাচের টুকরো ঢুকতে পারেনি৷
মামন জানান, সঙ্গে সঙ্গে সহযাত্রীরা ১৩৯-এ অভিযোগ জানান। তাঁরা মগরায় আরপিএফের কাছেও যান। আরপিএফ তাঁদের হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়। মামন জানান, রাত হয়ে যাওয়ায় তিনি বাড়ি ফিরে যান। সোমবার সকালে মগরা হাসপাতালে গিয়ে ডাক্তার দেখান।
ইভেন্ট ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত মামন৷ ফলে মাঝেমধ্যেই বেশি রাতে বাড়ি ফিরতে হয় তাঁকে। ট্রেনে এমন ঘটনা ঘটলে, সেটা ভয়ের বলেই মন্তব্য তাঁর৷