Haldia: তোলাবাজি মামলায় জোর ধাক্কা খেল রাজ্য সরকার

হলদিয়া (Haldia) তোলাবজি মামলায় এবার হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য সরকার (TMC)। জানা গিয়েছে, হলদিয়া বন্দরে তোলাবাজির ঘটনায় সিবিআই (CBI) তদন্ত খারিজ চেয়ে রাজ্য যে আবেদন করেছিল তা খারিজ হয়ে গেল।

Advertisements

সম্প্রতি হাইকোর্টের নির্দেশে তোলাবাজি মামলায় তদন্ত শুরু করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এদিকে তৃণমূলের তরফ থেকে অভিযোগ তোলা হয়, সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে। যদিও গেরুয়া শিবির এই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে।

২০২১ সালে বন্দরে তোলাবাজির অভিযোগে হলদিয়ার বাসিন্দা রাজীব পালকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় নাম জড়ায় শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ শ্যামল আদকেরও।  হাইকোর্টে জামিনের আবেদন করেন রাজীব পাল।  ২১ ফেব্রুয়ারি, সিবিআইকে দুর্নীতি ও তোলাবাজির তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট।

Advertisements

হলদিয়ায় তোলাবাজি মামলায় এবার হলদিয়া ডকে কয়েকজন সিআইএসএফ জওয়ানকে  জিজ্ঞাসাবাদ করে সিবিআই ।