Sandeshkhali: সুপ্রিম কোর্টে হাজির রাজ্য সরকার, বলার রায় শীর্ষ আদালতের

সন্দেশখালির (Sandeshkhali) ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে রয়েছে সমগ্র বাংলা। সন্দেশখালির ঘটনায় সংসদীয় এথিক্স কমিটির নোটিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) দ্বারস্থ হয়…

Supreme Court

সন্দেশখালির (Sandeshkhali) ঘটনাকে কেন্দ্র করে সরগরম হয়ে রয়েছে সমগ্র বাংলা। সন্দেশখালির ঘটনায় সংসদীয় এথিক্স কমিটির নোটিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (Supreme Court of India) দ্বারস্থ হয় পশ্চিমবঙ্গ সরকার। এই বিষয়টি আজ জরুরি ভিত্তিতে তালিকাভুক্তির জন্য সুপ্রিম কোর্টে উল্লেখ করা হতে পারে বলে খবর।

আবেদনকারীর পক্ষে সিনিয়র অ্যাডভোকেট কপিল সিবাল বলেন, “রাজনৈতিক কার্যকলাপ সুবিধার অংশ হতে পারে না”।

এদিকে সংসদীয় এথিক্স কমিটির (Ethics Committee) বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে লোকসভা সচিবালয় ও অন্যান্যদের নোটিশ দিল সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের সন্দেশখালির ঘটনায় পশ্চিমবঙ্গের উচ্চপদস্থ আধিকারিকদের তলব অবধি করা হল।
দেশের সর্বোচ্চ আদালত এই বিষয়ে পরবর্তী কার্যক্রমও স্থগিত রেখেছে।

সন্দেশখালি সফরে গিয়ে দুর্ব্যবহারের অভিযোগ তুলে বাংলার শীর্ষ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে লোকসভা প্রিভিলেজ কমিটির তদন্তে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। সুকান্ত মজুমদারের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ ওঠার পর লোকসভার প্রিভিলেজ কমিটি পশ্চিমবঙ্গের মুখ্যসচিব ও অন্যান্য শীর্ষ আধিকারিকদের তলব করেছিল। মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা, পুলিশের ডিজি রাজীব কুমার, উত্তর ২৪ পরগনার জেলাশাসক শরদ কুমার দ্বিবেদী, বসিরহাটের পুলিশ সুপার হোসাইন মেহেদী রেহমান এবং অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষকে আজ সকাল সাড়ে দশটায় কমিটির সামনে হাজির হতে বলা হয়েছিল।

আবেদনকারীদের পক্ষে উপস্থিত সিনিয়র আইনজীবী কপিল সিব্বল এবং অভিষেক মনু সিংভি প্রধান বিচারপতিকে জানান যে সন্দেশখালি অঞ্চলে ১৪৪ সিআরপিসি ধারায় কারফিউ জারি করা হয়েছে। তা সত্ত্বেও এলাকায় জড়ো হন সুকান্ত মজুমদার ও বিজেপি সমর্থকরা। তারা পুলিশি অত্যাচারের বিষয়ে মজুমদারের দাবি খণ্ডন করে, বিজেপি কর্মীদের পুলিশ কর্মকর্তাদের উপর হামলার ভিডিও উপস্থাপন করে।

অফিসারদের আইনজীবী যুক্তি দিয়েছিলেন যে সংসদীয় সুবিধাগুলি রাজনৈতিক ক্রিয়াকলাপকে অন্তর্ভুক্ত করে না এবং লোকসভা সচিবালয়ের বিরুদ্ধে মুখ্যসচিব, ডিজিপি এবং জেলা ম্যাজিস্ট্রেট সহ কর্মকর্তাদের নোটিশ জারি করে তার এক্তিয়ার লঙ্ঘন করার অভিযোগ করেছিলেন, যারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।