দীর্ঘদিনের লড়াইয়ের পর কলকাতা হাইকোর্টের রায় যেন স্বস্তি ফিরিয়ে এনেছিল রাজ্য সরকারি কর্মচারীদের। মহার্ঘ ভাতা (DA) নিয়ে দীর্ঘদিন ধরে চলছে লড়াই। সেই লড়াইয়ে বড় জয় হয়েছে সরকারি কর্মচারীদের। তাদের দাবি ছিল বকেয়া DA মেটাতে হবে।
কেন্দ্রিয় সরকারের অধীনে সরকারী কর্মচারীরা যে হারে মহার্ঘ ভাতা পান সেই হারে রাজ্যকে দিতে হবে DA। এই সবকিছু মামলায় জয় হয়েছিল তাদের। মুখ থুবড়ে পড়েছিল রাজ্য সরকার। এবার সেই DA নিয়ে সুপ্রিম কোর্টে যেতে চলেছে রাজ্য সরকার। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য। তবে পাল্টা প্রস্তুতি শুরু করে দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠনও। এই অবস্থায় তৃণমূল প্রভাবিত রাজ্য সরকারি কর্মীদের সংগঠন জানিয়েছে, মুখ্যমন্ত্রী কখনই বলেননি কর্মীদের বঞ্চিত করা হবে।
SAT-এর রায় বহাল রেখে ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন এবং রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। ৩ মাসের মধ্যে বকেয়া ৩১ শতাংশ ডিএ মেটানোর জন্য রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। মহার্ঘ ভাতা সরকারি কর্মীদের মৌলিক ও আইনত অধিকার, জানিয়েছে আদালত। সূত্রের খবর, আদালতের এই নির্দেশের জেরে রাজ্য সরকারি কর্মচারী, শিক্ষক ও অবসরপ্রাপ্ত কর্মী মিলিয়ে প্রায় ৬ লক্ষ মানুষ উপকৃত হবেন।
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক জানিয়েছেন, সুপ্রিম ক্যাভিয়েট দাখিল করছি। রাজ্য সরকারি কর্মীদের তাঁদের কী প্রাপ্য তার হিসেব চলছে। অর্থ দফতরে তা পাঠানো হবে। সংগঠনও হাইকোর্টের রায় মুখ্যসচিবের কাছে পাঠাচ্ছে, ৩ মাস পরেও যদি বকেয়া ডিএ না মেলে আইন অমান্যের পথে হাঁটা হবে।