Primary Recruitment Case: প্রাথমিক নিয়োগ মামলায় সিবিআই তদন্ত পুনর্বিবেচনার আর্জি রাজ্যের

যেন কেঁচো খুঁড়তে কেউটে। প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্ত করতে গিয়ে পুর দুর্নীতির হদিস পেয়েছিল ইডি। হাইকোর্টে সে কথা জানানোর পর পুর নিয়োগে দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।

Job seekers wear black clothes against the government in the 700-day movement

যেন কেঁচো খুঁড়তে কেউটে। প্রাথমিক নিয়োগ দুর্নীতির (Primary Recruitment Case) তদন্ত করতে গিয়ে পুর দুর্নীতির হদিস পেয়েছিল ইডি। হাইকোর্টে সে কথা জানানোর পর পুর নিয়োগে দুর্নীতি নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়।

ঘটনাপ্রবাহে সেই মামলার শুনানির দায়িত্ব পেয়েছেন বিচারপতি অমৃতা সিংহ। বৃহস্পতিবার তাঁর এজলাসে সেই সিবিআই তদন্তের নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানাল রাজ্য সরকার। সূত্রের খবর, শুনানি আগামী সোমবার।

এদিন আরও একটি আবেদন বিচারপতি সিংহের এজলাসে জমা পড়েছে। প্রাথমিক নিয়োগের মামলাকারী সৌমেন নন্দীর আইনজীবী ফিরদৌস শামিম এবং রমেশ মালিকের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত আবেদন করে বলেছেন, কুন্তল ঘোষের চিঠি নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন তার উপরে শীর্ষ আদালত স্থগিতাদেশ তুলে নিয়েছে। তার পরে ওই তদন্তের কী অগ্রগতি হয়েছে তা সিবিআইয়ের কাছে জানতে চাওয়া হোক। সেই শুনানিও আগামী সোমবার।