Governor CV Anand: সিভি আনন্দের তলবে সাড়া দিলেন না রাজীব সিনহা

Governor Summons Rajiv Sinha over Panchayat Election Security Concerns

রাজ্যের স্পর্শকাতর এলাকা পরিদর্শন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ (Governor CV Anand)। তারপরই রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন রাজ্যপাল। কিন্তু তলব এড়ালেন কমিশনার। কেন যাননি তা স্পষ্টভাবে জানাননি তিনি। রাজ্যপালের তরফে মুখবন্ধ খামে পাঠানো হয়েছে রিপোর্ট।

Advertisements

পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য। গত ১৬ দিনে প্রাণ হারিয়েছেন ১৫ জন। উল্লেখ্য,ভাঙড়, বাসন্তী কার্যত রণক্ষেত্র রূপ নিচ্ছে বারবার। অশান্তি প্রবণ এলাকা ঘুরে দেখেছেন রাজ্যপাল। কথা বলেন ক্ষতিগ্রস্তদের সঙ্গে।

   

সোমবার ভাঙড়, ক্যানিং-সহ দক্ষিণ ২৪ পরগনার বেশ কয়েকটি এলাকা ঘুরে দেখেন তিনি। ভোট হিংসা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবনে তলব করা হয় তাকে। সেই তলবে সাড়া দেননি কমিশনার।

প্রসঙ্গত, রাজ্যপালই রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে নিয়োগ করলেও তাদের মধ্যে সম্পর্ক নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। তার নিয়োগপত্র সই না করেই ফিরিয়ে দিয়েছিলেন রাজ্যপাল। ফের নির্বাচনের আগেই প্রকাশ্যে রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন
Advertisements