SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার টিএমসি নেতা শান্তুনু

নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) এবার তৃণমূল (TMC) নেতা ও হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee) গ্রেফতার করল ইডি (ED)।

Shantanu Banerjee

নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Scam) এবার তৃণমূল (TMC) নেতা ও হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে (Shantanu Banerjee) গ্রেফতার করল ইডি (ED)।

নিয়োগ দুর্নীতির তদন্তে আরও বিতর্কে রাজ্য সরকার। কুন্তলের পরে নিয়োগ দুর্নীতিতে হুগলির আরেক তৃণমূল নেতা গ্রেফতার৷ এবার হুগলির যুব তৃণমূল নেতাকে গ্রেফতার করা হলো। হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের পর শাসকদলে চাঞ্চল্য।

গত ২০ জানুয়ারি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বলাগড়ের বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি। তার বাড়িতে তল্লাশি করে প্রচুর অ্যাডমিট কার্ড পাওয়ার দাবি করেছে ইডি। সেই সূত্র ধরে শান্তনু গ্রেফতার হলো। ইডি সূত্রে দাবি, তৃণমূল নেতা তথা হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষের বাড়িতে চাকরিপ্রার্থীদের তালিকা মেলে৷ বাড়িতে কেন ছিল অ্যাডমিট কার্ড? বয়ানে অসঙ্গতির অভিযোগে গ্রেফতার হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শান্তনু বন্দ্যোপাধ্যায়।

Advertisements

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় একাধিকবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল তদন্তকারী সংস্থা। তদন্তকারী অফিসাররা মনে করছেন, কুন্তল এবং শান্তনু একে অপরের পরিচিত। নিয়োগ দুর্নীতিতে দুই জনেরই ভূমিকা রয়েছে। জানুয়ারি মাসে শান্তনুর বাড়িতে অভিযান চালিয়ে ৩০০ প্রার্থীর নামের তালিকা এবং বেশ কিছু ইলেকট্রনিক তথ্যপ্রমাণ পাওয়া গিয়েছে। সেই বিষয়ে তাঁকে আগেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। শুক্রবার আবার এই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ইডির আধিকারিকেরা। পাশাপাশি শান্তনুর সঙ্গে কুন্তলের আর্থিক কোনও লেনদেন হয়েছে কি না, সেবিষয়েও জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি।

ইডি সূত্রে খবর, বিনোদন জগতেও কুন্তলের সঙ্গে বিনিয়োগ করেছেন। সেবিষয়েও জিজ্ঞাসাবাদের পর একাধিক অসঙ্গতি মিলেছে৷ এরপরেই গ্রেফতার করা হয়েছে৷