Sunday, December 7, 2025
HomeWest BengalSSC Scam: অর্পিতার বাড়ি থেকে উদ্ধার টাকার ব্যাগে মুজিব ছাপ, তদন্ত চাইলেন...

SSC Scam: অর্পিতার বাড়ি থেকে উদ্ধার টাকার ব্যাগে মুজিব ছাপ, তদন্ত চাইলেন সুকান্ত

- Advertisement -

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি (SSC Scam) তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের কাছ থেকে ২২ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেছে ইডি। ইডি প্রকাশিত ছবির টাকার প্যাকেটে বঙ্গবন্ধুর ছবি নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার৷

তিনি বলেন, কেন্দ্রীয় এজেন্সিগুলির আলাদা করে তদন্ত করা উচিত৷ যে তৃণমূল দলের যারা সদস্য, তারা কী বাংলাদেশের বৃহত্তর কোনও অ্যাজেন্ডার জন্য কাজ করছে? কারণ, বঙ্গবন্ধুর ছবি কেন সেখানে থাকবে? সেখানে তো মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের ছবি থাকা উচিত ছিল। গান্ধীজির ছবি থাকা উচিত ছিল। কিন্তু সেটা ছিল না৷ বঙ্গবন্ধুর ছবি ছিল৷ এবিষয়ে কেন্দ্রীয় সংস্থাগুলির তদন্ত করে দেখা উচিত৷

   

এই সংক্রান্ত খবর: SSC Scam: মন্ত্রী পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে ‘মুজিব ছাপ’ টাকার থলি, কোটি কোটি টাকার গণনা চলছে

শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে তোপ দেগে আরও বলেন, দক্ষিণ দিনাজপুর জেলাত কুমারগঞ্জের এক প্রাক্তন বিধায়কের মেয়ে মাধ্যমিক পাশ না করেই শিক্ষিকার চাকরি পেয়ে গেছে। আমরা সব কিছু কাগজ পত্র নিয়ে আদালতে গেছি। দেখি কি ভাবে এই সরকার পার পায়।

তিনি আরও বলেন বর্তমান শিক্ষামন্ত্রী ভাবছেন যা হয়েছে তা পার্থ বাবুর আমলে। এটা বলে দায় এড়িয়ে যেতে পারবেন না। তার বক্তব্য ঘুঘু দেখছ, ঘুঘুর ফাঁদ দেখনি, এবার বিজেপি তা দেখিয়ে ছাড়বে বলে তিনি মন্তব্য করেন।

তার আরও অভিযোগ আদালতে তৃণমূলের হয়ে যেসমস্ত উকিল মামলা লড়ছেন, তৃণমূল নেত্রী ও তাঁর ভাইপো আম জনতার করের টাকায় মেটাচ্ছেন৷ তাদের নিজের ঘর থেকে সেই টাকা দিচ্ছেনা। আমরা ট্যাক্স দিচ্ছি আর তারা সে দিয়ে চোরেদের রক্ষা করছে। আর বিনিময়ে বাড়ির মহিলাদের ৫০০ টাকা করে দিচ্ছেন। সেই টাকা নিয়ে আপনারা যখন বাজারে যাচ্ছে, তখন তা থেকে ট্যাক্স কেটে সেই টাকা ফের ফেরত নিয়ে চলে যাচ্ছে। অথচ জেলার কোন উন্নয়ন হচ্ছে না।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular