SSC Scam: মন্ত্রী কন্যা অঙ্কিতার স্কুলে বেতন বন্ধের নির্দেশ

শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের নির্দেশ (SSC Scam) দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে বেতনের ফেরতের নির্দেশ দেয় আদালত।…

Minister Paresh Adhikari daughter

short-samachar

শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিলের নির্দেশ (SSC Scam) দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে বেতনের ফেরতের নির্দেশ দেয় আদালত। এই নির্দেশের চার দিন পর অঙ্কিতার স্কুলে পৌঁছল সেই নির্দেশ।

   

সোমবার অঙ্কিতার স্কুলে এই নির্দেশ পাঠিয়েছেন কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক। অঙ্কিতাকে দু দফায় এতদিন কাজ করা বাবদ ১৬ লক্ষ টাকা ফেরত দিতে হবে।

নিয়োগ চূড়ান্ত তালিকায় নাম না থাকার পরেও কীভাবে নিয়োগ হল অঙ্কিতার এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন ববিতা সরকার নামে এক চাকরি প্রার্থী। সেই নিয়োগ প্রক্রিয়া খতিয়ে দেখার জন্য সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। তদন্তে উঠে এসছে বেআইনি নিয়োগ হয়েছিল।

মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতার নিয়োগ কোনও অদৃশ্য প্রভাবশালী ব্যক্তিত্বের মাধ্যমেই হয়েছে। সেই প্রশ্নের উত্তর খুঁজে বের করতে রবিবার অবধি একটানা শিক্ষা প্রতিমন্ত্রী পার্থ অধিকারীকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই।

এরই মধ্যে আদালতের নির্দেশ গত ৪১ মাস ধরে বেতন বাবদ ১৬ লক্ষ টাকা দুই দফায় প্রথমে ৭ জুন, পরে ৭ জুলাই টাকা ফেরত দিতে হবে অঙ্কিতাকে। তিনি স্কুলে প্রবেশ করতেও পারবেন না।