SSC Scam: রাতেই মমতা মন্ত্রিসভায় পরিবর্তন? তৃণমূল সরগরম

শুক্রবার সকাল থেকে SSC নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) ধৃত একটানা ইডির কড়া প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে  মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁরই ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে…

partha chatterjee

শুক্রবার সকাল থেকে SSC নিয়োগ দুর্নীতিতে (SSC Scam) ধৃত একটানা ইডির কড়া প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে  মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। তাঁরই ঘনিষ্ঠ অর্পিতা মুখ্যোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার রাশি রাশি টাকা, গয়না, জমির দলিল। ঘড়ির কাঁটা যত ঘুরছে ততই পিঁয়াজের খোলসের মতো খুলছে দুর্নীতির ছবি। এরই মধ্যে ঘটে গেল আরও একটি ঘটনা। বিধানসভায় ফিরে এল মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জন্য বরাদ্দ গাড়ি। মন্ত্রী পদে ইস্তফা দেবেন পার্থ চট্টোপাধ্যায়? জল্পনা তুঙ্গে।

সূত্রের খবর, পার্থকে মন্ত্রিসভায় রাখলে বিরোধীদের কড়া প্রশ্নের মুখে পড়তে হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে৷ তাই পার্থকে নিয়ে অন্তিম সিদ্ধান্তের পথে হাঁটল শাসক দল৷ শোনা যাচ্ছে মন্ত্রী পদ থেকে ইস্তফা দেবেন তিনি৷

তবে তৃণমূল কংগ্রেস দলের মহাসচিব পদে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়৷ মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশে সেই পদ থেকে ছাঁটাই করতে পারেন তিনি। যদিও এবিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দলের নেতারা। আপাতত হাইকম্যান্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়ে রয়েছেন তাঁরা। যদিও শুরু থেকেই তৃণমূলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছিল অভিযুক্তের দায় নিজের৷ দল এর সঙ্গে জড়িত নয়। এমনকি দায় নেবে না৷

এমনিতেই স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিতে জর্জরিত শাসক দল৷ শুক্রবার পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ইডি যে সমস্ত তথ্য বাজেয়াপ্ত করেছে, তাতে বিরাট প্রশ্নের মুখে প্রাক্তন শিক্ষামন্ত্রীর ভবিষ্যত৷ শুধুমাত্র শিক্ষক নিয়োগ নয়, স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি পদে নিয়োগ দুর্নীতির একাধিক তথ্য পেয়েছে ইডি৷ এমনকি টেটেও জড়িয়েছে নাম। তাই তাঁকে ছেঁটে ফেলার প্রক্রিয়া রাত থেকেই শুরু হল৷

এই মুহুর্তে রাজ্যের শিল্পমন্ত্রী পদে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। সামলাচ্ছেন পরিষদীয় মন্ত্রী পদও৷ দুটি পদ থেকে তাঁকে সরিয়ে দিচ্ছে শাসক দল৷ এমনটাই তৃণমূল সূত্রে খবর।