এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় ধৃত তৃ়ণমূল কংগ্রেস মহাসচিব ও মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে আরও জেরা করতে হাসপাতাল থেকে ছাড়িয়ে আনতে চায় ইডি। এই প্রেক্ষিতে বিজেপির বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের বিস্ফোরক দাবি, ভাইপো বন্দ্যোপাধ্যায় বিদেশে যায় নারীসঙ্গ কাটাতে।
গ্রেফতারের পর একাধিক বান্ধবীর সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠতার ছবি প্রকাশ হচ্ছে। ইডির ধারণা, এই সব বান্ধবীদের কাছে শিক্ষক নিয়োগ দুর্নীতির বহু তথ্য ও আরও বিপুল অর্থের হদিস মিলবে। এই প্রেক্ষিতে সাংসদ সৌমিত্র খাঁ বললেন পার্থদা আপনি সবটা তুলে ধরুন।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়েছেন সাংসদ সৌমিত্র খাঁ। তিনি যে ভাইপো বন্দ্যোপাধ্যায়ের নারীসঙ্গের কথা বলেছেন তার জেরে বিতর্ক বাড়ছে।
সাংসদ সরাসরি তোপ দেগেছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তিনি বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের নেতৃত্বে তৃণমূল ধ্বংস হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে বলেন, “তোর সঙ্গে পলিটিক্স শিখতে হবে? আমার নামে কাউকে দিয়ে বলানো হচ্ছে। দুই বার সাংসদ হয়েছি, একবার বিধায়ক হয়েছি। তার আগেও কনট্রাক্টর বিজনেজ করতাম। সেই বেতনটা তুলে নে। আমার সম্পত্তিটা তুলে নে। আজও আমার লোন আছে। তোদের কাছ থেকে আমায় শিখতে হবে না। আজও আমার ব্যাঙ্কে ৩৩ লক্ষ ২৬ হাজার টাকা লোন রয়েছে। সৌমিত্র খাঁ দুর্নীতি করে না। আর কাউকে চাকরি পাইয়ে দিতে পারে না”।
পড়ুন কেন পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীদের নাগাল পেতে চায় ইডি
SSC Scam: অর্পিতা-মোনা…বাড়ছে মন্ত্রী পার্থর সুখী বান্ধবী সংখ্যা
সৌমিত্র খাঁ বলেন, পার্থ চট্টোপাধ্যায়ের কাছে কারা চাকরির জন্য তালিকা পাঠিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভাই আকাশ বন্দ্যোপাধ্যায় যে চাকরির তালিকা পাঠিয়েছে, তা প্রকাশ করা হোক। পার্থদাকে বলব, আপনি সমস্তটা তুলে ধরুন।
তিনি বলেন, শিক্ষক দুর্নীতিতে সরাসরি জড়িয়ে বন্দ্যোপাধ্যায় পরিবার। বিষ্ণুপুরের সাংসদ আরও বলেন, ২০১৯ সালে তৃণমূল ছেড়েছিলেন তিনি। তখনই তিনি জানিয়েছিলেন, বিনয় মিশ্রর সঙ্গে স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি এবং কয়লা পাচার চক্রের নাম রয়েছে। একইসঙ্গে শিক্ষা ক্ষেতে দুর্নীতি অন্যতম অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায় তখনই ঘোষণা করেছিলেন তিনি।