BJP: টাকার বিনিময়ে চাকরির অভিযোগ জানান: দিলীপ ঘোষ

স্কুল সার্ভিস কমিশন থেকে প্রাথমিক শিক্ষক, নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বেশিরভাগ ক্ষেত্রেই তদন্তে নেমেছে সিবিআই। দীর্ঘ সময় ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকার পর…

স্কুল সার্ভিস কমিশন থেকে প্রাথমিক শিক্ষক, নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। বেশিরভাগ ক্ষেত্রেই তদন্তে নেমেছে সিবিআই। দীর্ঘ সময় ধরে শিক্ষকতার সঙ্গে যুক্ত থাকার পর আদালতের নির্দেশে চাকরি গেছে বহু জনের৷ এই আগুনে ঘৃতাহুতি দিলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষ। ট্যুইট করে তিনি বলেন, কারও কাছে যদি অর্থের বিনিময়ে চাকরি পাওয়ার অভিযোগ থাকে তাহলে আমায় জানান৷ সঙ্গে জুড়ে দেন নিজের ইমেল আইডি।

শুক্রবার হঠাৎ একটি ট্যুইট করে মেদিনীপুরের সাংসদ বলেন, খড়গপুরের ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপূর্ব ঘোষের স্ত্রী রিঙ্কু ঘোষ বেআইনিভাবে চাকরি করছে। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি হারিয়েছে। আপনাদের কাছে যদি এমন তথ্য থাকে যাঁরা টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন এবং দিব্যি চাকরি করছেন, তা হলে সেই তথ্য জানান আমাদের মেল করে।

আর এতেই কার্যত ঘুম উড়েছে শাসক শিবিরের। এমনিতেই কলকাতা হাইকোর্টের নির্দেশে ২৬৯ জন কর্মরত প্রাথমিক শিক্ষকের চাকরি গেছে। সেই তালিকায় তৃণমূলের একগুচ্ছ নেতাদের নাম যেমন জড়িয়েছে। জড়িয়েছে গুটিকয়েক বাম নেতার নামও। সব মিলিয়ে সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজ্য রাজনীতি। তাই দিলীপ ঘোষের একটি ট্যুইটে ঘুম উড়েছে শাসক দলের।

বিজেপির দাবি, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যারা টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে৷ সেইসঙ্গে তথ্য সহ সমস্ত কিছু নিয়ে আদালতের দ্বারস্থ হবেন তাঁরা। বিজেপি চায় যারা টাকা নিয়েছে তাদের নাম সমাজের সামনে আসা দরকার।