SSC Scam: আজই কি পার্থর তৃণমূল জীবন শেষ? মমতা নেবেন সিদ্ধান্ত

টাকার কুমির পার্থ, কত বান্ধবী।তৃণমূলের নিচুতলায় চূড়ান্ত হতাশা

তৃণমূল কংগ্রেস মহাসচিব, শিল্পমন্ত্রী, পরিষদীয় মন্ত্রী তার থেকেও বড় পার্থ চট্টোপাধ্যায়ের নিজের কথা, ‘আমি হলাম মমতার ঠিক পরেই দলের দুনম্বর লোক’। খোদ মুখ্যমন্ত্রীকে যে কয়েকজন নাম ধরে ডাকার ক্ষমতা রাখেন তার একজন পার্থবাবু। এসএসসি দুর্নীতি তদন্তে তাঁকে ইডি গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত বিপুল পরিমাণ টাকা দেখে দলেরই নিচু তলার কর্মীরা হতাশ। অনেকেই বলছেন এ দেখার থেকে বসে যা়ওয়া ভালো।

SSC Scam: আজই কি পার্থর তৃণমূল জীবন শেষ? মমতা নেবেন সিদ্ধান্ত

   

আলোচিত বর্ষীয়ান পার্থবাবুর বান্ধবীদের সংখ্যা। তাঁর সর্ব ঘনিষ্ঠ অর্পিতাক বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা৷ শুক্রবার সেই টাকার অঙ্ক ৪০ কোটি ছাড়িয়েছে। এতে দলীয় কর্মীরা আরও হতাশ। অনেকেই মানসিকতা ভেঙে পড়েছেন।

নীচু তলার কর্মীদের বক্তব্য জল, ঝড় সমস্ত কিছুকে উপেক্ষা করে দলের জন্য সবটুকু দিয়ে গেছেন তাঁরা৷ অথচ দলের শীর্ষ নেতাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে৷ আগামী পঞ্চায়েত নির্বাচনে মানুষের কাছে কোন মুখ নিয়ে যাবেন? প্রশ্ন তুলছেন একেবারে তৃণমূল স্তরের কর্মীরাই।

SSC Scam: আজই কি পার্থর তৃণমূল জীবন শেষ? মমতা নেবেন সিদ্ধান্ত

তাঁদের বক্তব্য, জনসংযোগ থেকে মিটিং, মিছিল সবটাই নিজেরা উদ্যোগ নিয়ে করতে হয়। এজন্য দিনের পর দিন নিঃস্বার্থভাবে দলের জন্য খেটে গেছেন তাঁরা। নীচু তলা থেকে সমস্ত স্তরের কর্মীরা এই ঘটনায় একেবারে শকড৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ পার্থ চট্টোপাধ্যায়ের এই বিপুল সম্পত্তি দেখে তাজ্জব দলের কর্মীরাই৷

উল্লেখ্য, বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। লোকসভা নির্বাচনেএ আগে এটাকে লিটমাস টেস্ট বলেন রাজনৈতিক বিশেষজ্ঞরা৷ সেই নির্বাচনের আগে একের পর এক নেতা মন্ত্রীদের নাম যেভাবে জড়াতে শুরু করেছে, তাতে চিন্তায় পড়েছেন এই কর্মীরাই৷ কর্মীদের অসন্তোষ ও চাপা ক্ষোভের আঁচ পাচ্ছেন জেলার নেতারাও। এবার ঘর বাঁচাতে পার্থকে ছেঁটে ফেলবে তৃণমূল। সেই সিদ্ধান্ত পাকা হতে চলল।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন