নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃণমূল বিধায়ক ‘ঘনিষ্ঠ’ মহিলাকে তলব CBI-এর

   নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় ফের বিপাকে তৃণমূল বিধায়ক তাপস সাহা। তাপস ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেত্রীকে এবার ডেকে পাঠাল সিবিআই। ওই নেত্রীর নাম ইতি সরকার।…

  

নিয়োগ দুর্নীতি (SSC Scam) মামলায় ফের বিপাকে তৃণমূল বিধায়ক তাপস সাহা। তাপস ‘ঘনিষ্ঠ’ তৃণমূল নেত্রীকে এবার ডেকে পাঠাল সিবিআই। ওই নেত্রীর নাম ইতি সরকার। নদিয়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক ইতি। এর আগে তাপস সাহার বাড়িতে হানা দিয়েছিল সিবিআই। আসতুল্লানগরের বাসিন্দা ইতির বাড়িতেও তল্লাশি চালিয়েছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

এলাকায় দাপুটে তৃণমূল নেত্রী হিসেবে ইতি সরকারের পরিচিত। তিনি এলাকারই একটি সরকারি স্কুলে চাকরি করেন। ২০২৩ সালের এপ্রিলে তেহট্টের বিধায়ক তাপস সাহার বাড়িতে টানা ১৫ ঘণ্টা তল্লাশি চালায় সিবিআই। ওই দিনই ইতি সরকারের বাড়িতেও তল্লাশি চালানো হয়। তাপসকে একাধিকবার জিজ্ঞাসাবাদও করা হয়। যদিও তাপস-ইতির বাড়ি থেকে তেমন কিছু মেলেনি। 

   

দলীয় কাউন্সিলর-পুলিশদের মমতা বার্তা, ‘লোভ সংবরণ করুন’

দিন কয়েক আগে নিজাম প্যালেসে সিবিআই দফতরে তাপসকে ডেকে পাঠানো হয়েছিল। সেদিন তাঁর কণ্ঠস্বরের নমুনাও সংগ্রহ করেন সিবিআই। সেই নমুনা নেওয়ার পরপরই তাপস ‘ঘনিষ্ঠ’ ইতি সরকারকে সিবিআই সমন পাঠানোয় নতুন করে জল্পনা শুরু হয়েছে। তবে কি তাপসের কণ্ঠস্বর থেকে নতুন কোনও তথ্য উঠে এল। আরও কোনও ‘বড় নাম’ কি বিপাকে পড়তে চলেছে? 

এদিকে নিয়োগ দুর্নীতি মামলায় এখনও জেলেই রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য, প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান মানিক ভট্টাচার্যরা। নিয়োগ দুর্নীতি মামলায় আরও বেশ কয়েকজন ‘বড় নাম’-কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তলব করতে পারে খবর। 

প্রাক্তন বিচারপতি অভিজিৎ শুরু করেছেন চোখের ডাক্তারি! সারাবেন তৃণমূল সাংসদদের চোখের রোগ?