HomeWest BengalSSC scam: চন্দনকে বিষ ইনজেকশন দিয়ে মেরে ফেলতে পারে, বিস্ফোরক বিধায়ক

SSC scam: চন্দনকে বিষ ইনজেকশন দিয়ে মেরে ফেলতে পারে, বিস্ফোরক বিধায়ক

- Advertisement -

শুক্রবার নিয়োগ দুর্নীতি (SSC scam) মামলায় বাগদার চন্দন মণ্ডল (Chandan Mandal) ওরফে সৎ রঞ্জনকে গ্রেফতার করেছে সিবিআই৷ নিয়োগ দুর্নীতি মামলায় তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করছে সিবিআই। অন্যদিকে, সিবিআই হেফাজতে চন্দন মণ্ডলকে খুনের ছক কষা হতে পারে। একথা বলে জল্পনা বাড়িয়েছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার (BJP MLA Swapan Majumdar)।

গাইঘাটার সুটিয়ায় বিজেপির একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন বিজেপি বিধায়ক। তিনি বলেন, চাকরি দুর্নীতির একটি গোড়া আমাদের মহাকুমায় আছে। তাঁর নাম চন্দন মণ্ডল। আজ তাঁকে সিবিআই গ্রেফতার করেছে, চার দিনের হেফাজতে নিয়েছে৷ চন্দন মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করে আগামিদিনে রাঘববোয়ালদের নাম সামনে আসবে।

   

একইসঙ্গে তাঁর মন্তব্য, আমরা বাংলার সরকারকে বিশ্বাস করি না। এরা ছলনাময়ী। এরা জেলেও কিছু করতে পারে। সিবিআইয়ের হেফাজতেও এরা লোক ঢোকাতে পারে। আসল চোর সামনে আনার জন্য এদের সুরক্ষা দেওয়ার দরকার আছে। এরপরেও সিবিআইয়ের উদ্দেশ্যে বিজেপি বিধায়কের মন্তব্য, চন্দন মণ্ডলকে সামলে রাখবেন। তাঁকে বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলতে পারে এই তৃণমূল সরকার। কারণ তথ্য প্রমাণ লোপাট করতে হবে। চন্দনকে জিজ্ঞাসা করলে আগামী দিনে আরও নাম বের হতে পারে৷

কিছুদিন আগে বগটুই ঘটনার অন্যতম অভিযুক্ত বড়শাল গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান ভাদু শেখের ভাই লালন শেখের মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। সিবিআইয়ের বিরুদ্ধে কড়া আক্রমণ শানাতে দেখা গিয়েছিল তৃণমূলের শীর্ষ নেতৃত্বকে। এখন চন্দন মণ্ডলকে নিয়ে বিজেপি বিধায়কের এই মন্তব্য রীতিমতো উত্তাপ বাড়িয়েছে৷

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular